Ajker Patrika

ঘোড়াঘাটে জোড়া খুন: কুড়িগ্রাম থেকে পলাতক আসামি গ্রেপ্তার 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০০
ঘোড়াঘাটে জোড়া খুন: কুড়িগ্রাম থেকে পলাতক আসামি গ্রেপ্তার 

দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার পলাতক আসামি মনিরুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৩-এর অধিনায়ক আরাফাত ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মনিরুল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের ওমর আলীর ছেলে। 

অধিনায়ক আরাফাত ইসলাম সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, জোড়া খুনের ঘটনার পরপর মূল হত্যাকারী আত্মগোপনে চলে যান। বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি মো. আজাহার আলীকে (৬৫) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। 

গত ২৫ জানুয়ারি সকালে ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মনোয়ার হোসেন মিম (২৫) ও মো. রাকিব হোসেন মণ্ডল (২২)।

এ ঘটনায় নিহত মনোয়ার হোসেন মিমের বাবা মো. হায়দার আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত