লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারীতে অবশেষে সেই গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ। এ ছাড়া অভিযুক্ত আশরাফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার রাতে আদিতমারী থানা-পুলিশ মামলাটি নথিভুক্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশিত হয়। গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
অভিযোগে জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) প্রতিবেশী এক গৃহবধূকে (২৩) মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই গৃহবধূ বারবার নিষেধ করলেও আচরণ সংশোধন করেননি আশরাফুল। গত ৫ মে পরিবারের সবাই বাইরে কাজে থাকায় বাড়িতে একা ছিলেন সেই গৃহবধূ। এ সুযোগে জোরপূর্বক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আশরাফুল।
পরিবারের লোকজন বাড়ি ফিরলে বিষয়টি তাঁদের জানান ভুক্তভোগী সেই গৃহবধূ। ওই গৃহবধূর আত্মসম্মানের ভয়ে প্রথমে আশরাফুলের পরিবারকে জানিয়ে বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুল ও তাঁর স্ত্রী ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের ওপর হামলা করেন। অবশেষে নিরুপায় হয়ে ঘটনার বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ।
অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্তে যায় পুলিশ। অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে মামলা দ্রুত নথিভুক্ত করার আশ্বাস দিলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগের এক মাস অতিবাহিত হওয়ার পরেও আইনি কোনো পদক্ষেপ না নেওয়ায় বাদী গণমাধ্যমের সহায়তা কামনা করেন।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত ‘গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলা নেয়নি পুলিশ, ঘুষের টাকা ফেরত দেওয়ার অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং বুধবার প্রিন্ট ভার্সনে ‘ধর্ষণচেষ্টার মামলা নেয়নি, ঘুষের টাকা ফেরত’ শিরোনামে খবর প্রকাশিত হলে টনক নড়ে পুলিশের। অবশেষে গতকাল রাতে মামলা নথিভুক্ত দেখিয়ে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বাদী ওই গৃহবধূ বলেন, ‘গণমাধ্যম আছে জন্য আজও বঞ্চিতরা তাদের অধিকার ফিরে পাচ্ছে। আমরা গণমাধ্যমের প্রতি চিরকৃতজ্ঞ। খবর প্রকাশিত হওয়ার পরে মামলা নথিভুক্ত হয়েছে এবং লম্পট আশরাফুলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘বাদী ভুল বোঝার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা মামলাটি গ্রহণ করেছি এবং অভিযুক্তকেও গ্রেপ্তার করেছি।’
লালমনিরহাটের আদিতমারীতে অবশেষে সেই গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ। এ ছাড়া অভিযুক্ত আশরাফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার রাতে আদিতমারী থানা-পুলিশ মামলাটি নথিভুক্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশিত হয়। গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
অভিযোগে জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) প্রতিবেশী এক গৃহবধূকে (২৩) মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই গৃহবধূ বারবার নিষেধ করলেও আচরণ সংশোধন করেননি আশরাফুল। গত ৫ মে পরিবারের সবাই বাইরে কাজে থাকায় বাড়িতে একা ছিলেন সেই গৃহবধূ। এ সুযোগে জোরপূর্বক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আশরাফুল।
পরিবারের লোকজন বাড়ি ফিরলে বিষয়টি তাঁদের জানান ভুক্তভোগী সেই গৃহবধূ। ওই গৃহবধূর আত্মসম্মানের ভয়ে প্রথমে আশরাফুলের পরিবারকে জানিয়ে বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুল ও তাঁর স্ত্রী ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের ওপর হামলা করেন। অবশেষে নিরুপায় হয়ে ঘটনার বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ।
অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্তে যায় পুলিশ। অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে মামলা দ্রুত নথিভুক্ত করার আশ্বাস দিলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগের এক মাস অতিবাহিত হওয়ার পরেও আইনি কোনো পদক্ষেপ না নেওয়ায় বাদী গণমাধ্যমের সহায়তা কামনা করেন।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত ‘গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলা নেয়নি পুলিশ, ঘুষের টাকা ফেরত দেওয়ার অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং বুধবার প্রিন্ট ভার্সনে ‘ধর্ষণচেষ্টার মামলা নেয়নি, ঘুষের টাকা ফেরত’ শিরোনামে খবর প্রকাশিত হলে টনক নড়ে পুলিশের। অবশেষে গতকাল রাতে মামলা নথিভুক্ত দেখিয়ে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বাদী ওই গৃহবধূ বলেন, ‘গণমাধ্যম আছে জন্য আজও বঞ্চিতরা তাদের অধিকার ফিরে পাচ্ছে। আমরা গণমাধ্যমের প্রতি চিরকৃতজ্ঞ। খবর প্রকাশিত হওয়ার পরে মামলা নথিভুক্ত হয়েছে এবং লম্পট আশরাফুলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘বাদী ভুল বোঝার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা মামলাটি গ্রহণ করেছি এবং অভিযুক্তকেও গ্রেপ্তার করেছি।’
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমাদের শিক্ষার্থী, ছাত্র-জনতা দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, বৈষম্যমুক্ত করেছে। তাদের ত্যাগের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। এই জুলাইকে স্মরণ করে আজ আমরা সবাই একত্র হয়েছি। জুলাইকে আমাদের সব সময় স্মরণ করতে হবে।’
৫ মিনিট আগেআইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিস্ট শাসনব্যবস্থার উৎখাত হয়েছে। এই নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন এবং সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আমরা শ্রদ্ধাভরে নারায়ণগঞ্জবাসীর অবদানের কথা স্মরণ করি।’ আজ সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ শহরে
৩০ মিনিট আগেকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় একটি বেকারিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতসহ একাধিক অনিয়ম ধরা পড়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে সদর
৩৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে একটি তাজা গ্রেনেড পাওয়া গেছে। আজ সকালে গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের ঘরের পাশে পরিত্যক্ত জায়গায় গ্রেনেডটি মেলে। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে রাখে। পরে বম্ব ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
৩৭ মিনিট আগে