Ajker Patrika

এই সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: আজকের পত্রিকা
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: আজকের পত্রিকা

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিস্ট শাসনব্যবস্থার উৎখাত হয়েছে। এই নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন এবং সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আমরা শ্রদ্ধাভরে নারায়ণগঞ্জবাসীর অবদানের কথা স্মরণ করি।’

আজ সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় বাংলাদেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এই মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ে আপনারা যে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন, ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিহত করতে পারবেন। স্থানীয়ভাবে চাঁদাবাজ আছে, লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সহযোগিতা করবে।’

উপস্থিত সবার উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, ‘আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণগতিতে এগিয়ে চলছে। কোনো রকম গাফিলতি থাকবে না। যে গতিতে বিচার এগিয়ে চলছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত