Ajker Patrika

শুধু মানুষ হত্যা নয়, মানুষকে পঙ্গু ও অন্ধ করারও বিচার হবে: রিজওয়ানা হাসান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: আজকের পত্রিকা
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমাদের শিক্ষার্থী, ছাত্র-জনতা দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, বৈষম্যমুক্ত করেছে। তাদের ত্যাগের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। এই জুলাইকে স্মরণ করে আজ আমরা সবাই একত্র হয়েছি। জুলাইকে আমাদের সব সময় স্মরণ করতে হবে।’

আজ সোমবার নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘এই নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছেন। বুলেটের সামনে সেদিন তাঁরা বুক পেতে দিয়েছিলেন। আর এই ৫৬ শহীদের মধ্যে নারায়ণগঞ্জের সন্তান ছিলেন ২১ জন। তাঁদের স্মরণে এবং তাঁদের পরিবার যে এত বড় আত্মত্যাগ করেছে, এর স্মরণে আজ নারায়ণগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তাঁরা এক উদ্দেশ্যকে সামনে রেখে জীবন দিয়েছিলেন। আর ওই উদ্দেশ্য হলো বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তাঁদের শ্রদ্ধা করার একটি উপায় হচ্ছে, দোষীদের বিচারকাজ নিশ্চিত করা।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের আর কোনো সরকার, বাংলাদেশের কোনো বাহিনী যেন নিজ দেশের মানুষের ওপর গুলি চালাতে না পারে। আমরা এই বিচারপ্রক্রিয়া সামনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা শুধু নিহত করার বিচারই নয়, মানুষকে অন্ধ করার, পঙ্গু করার বিচারও করব। মোটকথা, যারা যৌক্তিক আন্দোলনে সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছে, সে বিচার আমরা সম্পন্ন করব।’ তিনি বলেন, ‘আন্দোলনকারীদের আরেকটি উদ্দেশ্য ছিল, তা হলো, দেশকে বৈষম্যমুক্ত করা। আর এটি করার একমাত্র উপায় হচ্ছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। শুধু একটি উপায়েই দেশকে গণতন্ত্রমুক্ত করা যাবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এর আগেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হয়েছিল। জুলাইয়ে যদি ছাত্র-জনতা বুলেটের সামনে বুক চিতিয়ে না দিত, নির্ভীক না হতো, তাহলে ৫ আগস্ট ঘটত না। আর আমরাও এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত