Ajker Patrika

বস্তাভর্তি সরকারি বই মিলল ভাঙারির দোকানে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বস্তাভর্তি সরকারি বই মিলল ভাঙারির দোকানে

গাইবান্ধার পলাশবাড়ীতে ভাঙারির দোকান থেকে বস্তাভর্তি সরকারি বই জব্দ করা হয়েছে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বইগুলো জব্দ করে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ঢোলভাঙ্গা বাজারের আব্দুল মোত্তালেবের ভাঙারির দোকান থেকে বইগুলো জব্দ করা হয়। 

ভাঙারি দোকানি মোত্তালেব জানান, স্থানীয় ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী জয়নাল আবেদিন আহাদ ভ্যানভর্তি বই তাঁর দোকানে বিক্রির জন্য পাঠান। 

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙারির দোকানে বইয়ের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চপল ও প্রধান শিক্ষক আতোয়ার হোসেন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তাভর্তি বই জব্দ করে। 

জব্দকৃত এসব বই ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়েরপলাশবাড়ী থানার সহকারী পরিদর্শক (এসআই) রাজু জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বইগুলো জব্দ করি। প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

তিনি আরও জানান, জব্দকৃত এসব বই ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত