Ajker Patrika

ঘরের মেঝেতে পুতে রাখা ছিল জমিলার মরদেহ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ঘরের মেঝেতে পুতে রাখা ছিল জমিলার মরদেহ

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে জমিলা বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের ওই নারীর ঘরের মেঝে খুঁড়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জমিলা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় ছেলে জামিল মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত শনিবার (২০ আগস্ট) সকাল থেকে নিখোঁজ ছিলেন জমিলা। এরপর থেকে তাঁর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও জমিলার সন্ধান পাননি। অবশেষে আজ বুধবার বিকেলে জমিলার বাড়িতে গিয়ে তাঁর ঘরের মেঝে উঁচু অবস্থায় এবং একটি হাত বাইরে বের হওয়া দেখে তাঁদের সন্দেহ হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় জমিলার ছেলে জামিলকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আটক জামিলের বরাত দিয়ে স্থানীয়রা জানান, জামিলের বাবা আর একটা বিয়ে করে অন্যত্র বসবাস করেন। ওই বাড়িতে জামিল ও তাঁর মা থাকতেন। পারিবারিক বিষয়কে কেন্দ্র করে গত শুক্রবার (১৯ আগস্ট) রাত ১টার দিকে জমিলাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন ছেলে জামিল। আজ বিকেলে ওই ঘরের মেঝে উঁচু এবং একটি হাত বাইরে বের হওয়া দেখে সন্দেহ হলে জামিলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জামিল তাঁর মাকে হত্যা করে পুঁতে রাখার কথা স্বীকার করেছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জমিলার ছেলে জামিলকে আটক করা হয়েছে।

ওসি বলেন, জমিলার মরদেহ পুঁতে রাখার বিষয়ে কী কারণ এবং এর সঙ্গে কে জড়িত তা এই মুহূর্তে বলা যাবে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। খবর পেয়ে রাত সোয়া ৯ টায় জেলা পুলিশ সুপার সি সার্কেল আশরাফুল আলম পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত