পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রেণিকক্ষের বেঞ্চ চুরি ও উদ্ধারের ঘটনার ৪ দিনেও থানায় কোনো অভিযোগ হয়নি। এমনকি বিষয়টি ওই ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তাও জানেন না বলে জানিয়েছেন। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে উপজেলার দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সংশ্লিষ্টজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়ের স্টোর রুমের তালা ভেঙে ১৮টি বেঞ্চ চুরি হয়। পরদিন বুধবার সকালে ওই বিদ্যালয়ের আয়া ও প্রহরী স্টোররুমের দরজার কবজা কাটা এবং এক স্থানে বেঞ্চের চারটি তকতা (কাঠ) দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখতে পান স্টোরে রক্ষিতসহ তৃতীয় শ্রেণির কক্ষের ৯ জোড়া বেঞ্চ নেই।
এরপর বিষয়টি জানাজানি হলে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী দুদু মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি ভ্যানে স্কুলের বেঞ্চের লোহার কাঠামো লোড করতে দেখে শিক্ষকদের জানান। পরে শিক্ষকেরা সেখানে গিয়ে থানা-পুলিশের উপস্থিতিতে বেঞ্চের লোহার কাঠামোগুলো উদ্ধার করেন।
তবে এই ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি জানিয়েছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গীয় কয়েকজনসহ সেখানে গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে শিক্ষকেরা ওই মালামাল উদ্ধার করে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।’
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘চুরি যাওয়া বেঞ্চের লোহার কাঠামোগুলো থানা-পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। যে বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে সে বাসার মালিক বাসায় থাকেন না। বাসাটি তালাবদ্ধ থাকে। ভ্রাম্যমাণ ভাঙ্গাড়ি মালামাল ক্রেতা ওই ভ্যানওয়ালাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ওই ভ্যানওয়ালা নুরুজ্জামান ও শামীমের নাম বলেছেন। চুরির বিষয়টি এই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’
চুরির ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ শুধু ভ্যানওয়ালার বিবৃতির কপি নিয়েছে। তারা বিষয়টা দেখার কথা।’
এ দিকে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না, খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই সময় ছুটিতে ছিলাম। খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রেণিকক্ষের বেঞ্চ চুরি ও উদ্ধারের ঘটনার ৪ দিনেও থানায় কোনো অভিযোগ হয়নি। এমনকি বিষয়টি ওই ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তাও জানেন না বলে জানিয়েছেন। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে উপজেলার দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সংশ্লিষ্টজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়ের স্টোর রুমের তালা ভেঙে ১৮টি বেঞ্চ চুরি হয়। পরদিন বুধবার সকালে ওই বিদ্যালয়ের আয়া ও প্রহরী স্টোররুমের দরজার কবজা কাটা এবং এক স্থানে বেঞ্চের চারটি তকতা (কাঠ) দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখতে পান স্টোরে রক্ষিতসহ তৃতীয় শ্রেণির কক্ষের ৯ জোড়া বেঞ্চ নেই।
এরপর বিষয়টি জানাজানি হলে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী দুদু মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি ভ্যানে স্কুলের বেঞ্চের লোহার কাঠামো লোড করতে দেখে শিক্ষকদের জানান। পরে শিক্ষকেরা সেখানে গিয়ে থানা-পুলিশের উপস্থিতিতে বেঞ্চের লোহার কাঠামোগুলো উদ্ধার করেন।
তবে এই ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি জানিয়েছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গীয় কয়েকজনসহ সেখানে গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে শিক্ষকেরা ওই মালামাল উদ্ধার করে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।’
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘চুরি যাওয়া বেঞ্চের লোহার কাঠামোগুলো থানা-পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। যে বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে সে বাসার মালিক বাসায় থাকেন না। বাসাটি তালাবদ্ধ থাকে। ভ্রাম্যমাণ ভাঙ্গাড়ি মালামাল ক্রেতা ওই ভ্যানওয়ালাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ওই ভ্যানওয়ালা নুরুজ্জামান ও শামীমের নাম বলেছেন। চুরির বিষয়টি এই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’
চুরির ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ শুধু ভ্যানওয়ালার বিবৃতির কপি নিয়েছে। তারা বিষয়টা দেখার কথা।’
এ দিকে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না, খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই সময় ছুটিতে ছিলাম। খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশাচালক পাভেল চাকমাকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
২ মিনিট আগেপার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান অনেক পিছিয়ে রয়েছে। তার জন্য সার্বিক উন্নয়নে কাজ করছে এই মন্ত্রণালয়। পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।’ আজ রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে...
৭ মিনিট আগেকুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের দিন কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিকের দাবি, নগদ টাকাসহ তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৮ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (২১ জুলাই) খাগড়াছড়িতে পদযাত্রা ও সমাবেশ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সকাল ১০টার দিকে খাগড়াছড়িতে পৌঁছানোর কথা রয়েছে এনসিপির নেতাদের।
৯ মিনিট আগে