Ajker Patrika

আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নয়: মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নয়: মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নয়। সেই সঙ্গে যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন  তাঁদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুখে দিতে হবে।’

গতকাল রোববার রাতে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে রাধা অষ্টমী ব্রত উপলক্ষে ছাতইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও হরিমন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনোরঞ্জন শীল গোপাল আরও বলেন, ‘ধর্ম অবমাননা করা কারও উচিত নয়। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে সমাজ বিতর্কিত হতে বাধ্য। রাজনীতি ও ধর্ম আলাদা। একটির সঙ্গে অপরটির মেলানোর সুযোগ নেই।’

ছাতইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও হরিমন্দিরের সভাপতি মোহিনী কান্ত রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায় ও উপজেলা আওয়ামী লীগের নেতা আরমান সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত