Ajker Patrika

ব্রহ্মপুত্র নদে আটকে পড়া নৌকা ঘাটে ফিরেছে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে আটকে পড়া নৌকা ঘাটে ফিরেছে

কুড়িগ্রামের চিলমারীতে ৭০ জন যাত্রী নিয়ে বৈরী আবহাওয়ায় ব্রহ্মপুত্র নদে আটকে পড়া নৌকাটি নিরাপদে ঘাটে ফিরে এসেছে। আজ মঙ্গলবার সকালে নৌকাটি ৭০ জন যাত্রী নিয়ে নিরাপদে রমনা ঘাটে আসে। 

জানা গেছে, সোমবার বিকালে রৌমারী থেকে যাত্রীবাহী একটি নৌকা ৭০ জন যাত্রী নিয়ে চিলমারীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় নৌকাটির চালক নিয়ন্ত্রণ হারালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের বজড়াদিয়ারখাতা চরের পাশ্বে থাকা একটি ডুবো চরে আটকে পড়ে নৌকাটি। 

নৌকার যাত্রীরা সাহায্য চাইলে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান রমনা ঘাট এলাকায় যান এবং একটি উদ্ধারকারী নৌকা পাঠানোর ব্যবস্থা করেন। উদ্ধারকারী নৌকাটি রাতে সেখানে পৌঁছালেও যাত্রীবাহী নৌকা নিয়ে ফিরে আসতে পারেনি। 

এ বিষয়ে ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রৌমারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৌকাটি বৈরি আবহাওয়ার কারণে ডুবো চরে আটকা পড়েছিল। নৌকাটি আজ সকালে যাত্রীদের নিয়ে নিরাপদে ঘাটে পৌঁছেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত