Ajker Patrika

৮ দফা দাবিতে নীলফামারীতে সংখ্যালঘু শিক্ষার্থীদের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ২৮
৮ দফা দাবিতে নীলফামারীতে সংখ্যালঘু শিক্ষার্থীদের বিক্ষোভ

দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু নির্যাতনের বিচারসহ আট দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল–সমাবেশ হয়েছে। আজ শনিবার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যালঘু শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। 

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক লিংকন দত্ত, রংপুর বিভাগীয় ছাত্র প্রতিনিধি উজ্জ্বল সিনহা, ইন্টারন্যাশনাল হিন্দু মাইনোরিট ফাউন্ডেশনের সদস্য সৌমিক দাস, সংখ্যালঘু অধিকার আন্দোলনের ছাত্র প্রতিনিধি টিটু বর্মণ, অরিন্দম রায় নিলয়, ইসকন প্রতিনিধি জগজ্জীবন গৌর চন্দ্র দাস, কাঞ্চন রায় প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট থেকে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর, উপাসনালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং হুমকি প্রদানের নিন্দা জানিয়ে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এসব ঘটনার বিচারের দাবি জানান। 

তাঁরা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ সংখ্যালঘু অন্যান্য ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীতকরণ, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন এবং শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটিসহ আট দফা দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত