Ajker Patrika

কালীগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
কালীগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু মুসা ছোটন (৩৫) নামে ছাত্রলীগ এক নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার আবুল কাশেমের ছেলে। ছোটন ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

আজ মঙ্গলবার ইফতারের পর উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে ছোটন ইফতারের পর বাড়ির পার্শ্বে শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয়ে কাছে দোকানে বসেছিল। সে সময় একই এলাকার জহুরুল হকের ছেলে পলাশ (২৫) ছোটনকে স্কুল মাঠে ডেকে নিয়ে গিয়ে উপর্যপরি ছুরিকাঘাত করে।

এ সময় ছোটন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন এসে ছোটনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পলাশকে আটক করে। পরে গুরুতর আহতাবস্থায় ছোটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আটককৃত পলাশকে কালীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত