ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শ্রাবণ শেষে চলছে ভাদ্র মাস। এমন সময় ভারী বর্ষণ হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ীতে। গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বেড়েছে নদ-নদীর পানি। এমন অবস্থায় দুশ্চিন্তায় আমনচাষিরা।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণের ফলে উপজেলার জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা।
এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার আমনখেত তলিয়ে গেছে। বাড়ছে নদীর পানি। বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষেরা। দুশ্চিন্তার আছেন আমনচাষিরা।
ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের হুজুর আলী বলেন, ‘কিছুদিন আগে বৃষ্টির পানিতে আমার আমনখেত তলিয়ে ক্ষতি হয়েছিল। পরে পানি শুকিয়ে যাওয়ার পর আবারও নতুন করে জমিতে ধান রোপণ করেছি। আবার যদি পানি বাড়ে তাহলে ধান নষ্ট হয়ে যাবে। তাহলে আমার কী হবে? আমার আর ক্ষমতা নাই যে আবারও নতুন করে ধান রোপণ করব।’
উপজেলার নাওডাঙ্গা গ্রামের কৃষক মাইদুল হক বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। গতকাল থেকে আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি রাত থেকে সমানে চলছে। এ রকম বৃষ্টি থাকলে তো বন্যা হবে। এবার ধান নষ্ট হয়ে গেলে বড় ক্ষতির মুখে পরব।’
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া বলেন, আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ২৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বাড়তে পারে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা অনেক কম।
শ্রাবণ শেষে চলছে ভাদ্র মাস। এমন সময় ভারী বর্ষণ হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ীতে। গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বেড়েছে নদ-নদীর পানি। এমন অবস্থায় দুশ্চিন্তায় আমনচাষিরা।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণের ফলে উপজেলার জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা।
এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার আমনখেত তলিয়ে গেছে। বাড়ছে নদীর পানি। বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষেরা। দুশ্চিন্তার আছেন আমনচাষিরা।
ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের হুজুর আলী বলেন, ‘কিছুদিন আগে বৃষ্টির পানিতে আমার আমনখেত তলিয়ে ক্ষতি হয়েছিল। পরে পানি শুকিয়ে যাওয়ার পর আবারও নতুন করে জমিতে ধান রোপণ করেছি। আবার যদি পানি বাড়ে তাহলে ধান নষ্ট হয়ে যাবে। তাহলে আমার কী হবে? আমার আর ক্ষমতা নাই যে আবারও নতুন করে ধান রোপণ করব।’
উপজেলার নাওডাঙ্গা গ্রামের কৃষক মাইদুল হক বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। গতকাল থেকে আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি রাত থেকে সমানে চলছে। এ রকম বৃষ্টি থাকলে তো বন্যা হবে। এবার ধান নষ্ট হয়ে গেলে বড় ক্ষতির মুখে পরব।’
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া বলেন, আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ২৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বাড়তে পারে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা অনেক কম।
নেপাল ও ভুটানের আগ্রহে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্য তোড়জোড় শুরু হয়েছিল ছয় বছর আগে। এ জন্য ৯১২ একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়, দেওয়া হয় ৪ ধারার নোটিশও। তবে ছয় বছরে সেই কাজ আর এগোয়নি। এতে বিপাকে পড়েছেন জমির মালিকেরা।
৫ ঘণ্টা আগেদিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা।
৫ ঘণ্টা আগেজামালপুরের সরিষাবাড়ীর মানুষের কাছে প্রিয় বাহন ট্রেন। যাত্রী চাহিদার কারণে ঢাকা থেকে এই উপজেলায় তিনটি আন্তনগর ট্রেন চলে। কিন্তু বিলম্ব, ট্রেনের সূচি সুবিধাজনক না হওয়া এবং ক্রসিংয়ের কারণে জায়গায় জায়গায় অনাকাঙ্ক্ষিত বিরতি ও ট্রেনের ধীরগতির কারণে দুর্ভোগ এখন যাত্রীদের নিত্যসঙ্গী।
৫ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি সিসি সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামে ওই সড়কটিতে ঢালাই দেওয়া হয়। পরদিন গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে সিমেন্ট ধুয়ে খোয়াগুলো বেরিয়ে রয়েছে। একটুতেই তা উঠে যাচ্ছে।
৫ ঘণ্টা আগে