কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে মিলন মিয়া (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবক বড়ভিটা ইউনিয়নের দলবাড়ী গ্রামের মৃত জামিয়ার রহমানের ছেলে।
নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ওই যুবক বাড়িতে একা ছিলেন। তাঁর মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন তাঁর হাঁটু মাটিতে লেগে ছিল এবং গলায় দড়ি লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্বজনেরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জে মিলন মিয়া (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবক বড়ভিটা ইউনিয়নের দলবাড়ী গ্রামের মৃত জামিয়ার রহমানের ছেলে।
নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ওই যুবক বাড়িতে একা ছিলেন। তাঁর মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন তাঁর হাঁটু মাটিতে লেগে ছিল এবং গলায় দড়ি লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্বজনেরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, ‘প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে চড় মেরেছিলেন তাঁর স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাঁকে হত্যা করা হয়েছে।’
১৭ মিনিট আগেদীর্ঘ ৩৬ বছর ধরে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। তাঁরা ‘চাকসু ভবন’ লেখার ওপর নতুন ব্যানার সাঁটিয়েছেন। তাতে বড় অক্ষরে লেখা হয়েছে, ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’।
১ ঘণ্টা আগেআটক যুবকের নাম রাহাত হাওলাদার (৩৫)। তিনি বরিশাল পটুয়াখালী এলাকার বাসিন্দা। রাহাত পেশায় ট্রাকচালকের সহকারী। তিনি ওই এলাকার একটি কারখানা থেকে মালামাল নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন বলে স্থানীয়দের কাছে জানিয়েছেন।
২ ঘণ্টা আগেরিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২ ঘণ্টা আগে