Ajker Patrika

সাদুল্যাপুরে বিএনপির ৩ নেতার পদ স্থগিত

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬: ২৬
Thumbnail image
হামলায় আহত গ্রামপুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্যাপুরে বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্যসচিব আব্দুস ছালাম মিয়ার যৌথ স্বাক্ষরে তাঁদের পদ স্থগিত–সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার এক নারী কামারপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) জন্মনিবন্ধন নিতে আসেন। এ সময় সার্ভার সমস্যার কারণে দায়িত্বরত সচিবের কাজ করতে দেরি হয়। এ কারণ ক্ষুব্ধ হয়ে ওই নারী ফিরে যাওয়ার কিছুক্ষণ পর শহিদুল ইসলাম সোনা, সাইফুল ইসলাম জাহাঙ্গীর দলবল নিয়ে পরিষদে হামলাসহ সচিবকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এ সময় গ্রাম পুলিশসহ আব্দুল গণি আকন্দকে ইউপি সদস্য হারুন মিয়ার ভাই হুমায়ুন আহমেদ মারধর করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

এ বিষয়ে কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান বলেন, ঘটনার সময় তিনি পরিষদে ছিলেন না। গ্রাম পুলিশকে মারধর ও সচিবকে লাঞ্ছিত করার বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, কামারপাড়া ইউনিয়ন পরিষদে সৃষ্ট ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত