Ajker Patrika

২১ বছর পর চালু হলো ঠাকুরগাঁও রেশম কারখানা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ২১: ১৩
Thumbnail image

২১ বছর পর বন্ধ ঠাকুরগাঁও রেশম কারখানার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রেশম কারখানার উৎপাদনের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 

সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান বাবলু রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সিনিয়র সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, আঞ্চলিক রেশম কারখানা সম্প্রসারণ রংপুরের উপপরিচালক মাহবুল উল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, কারখানাটি চালু হওয়ায় রেশম চাষের সঙ্গে যুক্ত ১০ হাজার বা তাঁর অধিক চাষির আবারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কারখানায় উৎপাদিত মসৃণ সিল্ক কাপড় দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত