প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)
মাত্র চার বছর বয়সে একটি গরুর ওজন হয়েছে ১ হাজার ২০০ কেজি। অর্থাৎ প্রায় ৩১ মণ। বোঝাই যাচ্ছে, এটি দ্রুতবর্ধনশীল। তাই একে ভালোবেসে মালিক নাম দিয়েছেন ‘দিনাজপুরের বস’। জেলার ঘোড়াঘাট পৌর এলাকার বড় গলিতে নেচার ফ্রেশ ডেইরি খামারে এর দেখা মেলে।
খামারে গিয়ে দেখা যায়, গলায় রশি ও দুপাশে টানা দিয়ে দানব আকৃতির এই গরুকে বেঁধে রাখা হয়েছে। এর দেখভাল করছেন এক শ্রমিক। আশপাশের এলাকা থেকে লোকজন এসেছে সেটি দেখতে। কেউ কেউ গরুটির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। কালো চামড়ার ‘দিনাজপুরের বসে’র উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি।
খামারে কর্মরত শ্রমিকেরা জানান, গরুটি প্রতিদিন প্রায় ১২০ লিটার পানি পান করে। এ ছাড়া একে প্রতিদিন ১২ কেজি দানাদার খাদ্য এবং ২০ কেজি খড় খাওয়ানো হয়।
গরুটির মালিক শাহ নেওয়াজ জানান, ফিজিয়ান জাতের এই গরুর বয়স চার বছর। তাঁর খামারের একটি গাভি থেকে এটি জন্ম নেয়। খাদ্যাভ্যাস ভালো থাকায় এর ওজন দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কেজি। আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক দর্শনার্থী ও গরু ব্যবসায়ী একে দেখতে আসেন। অনেকেই কিনতে চান। এখন পর্যন্ত গরুটির দাম উঠেছে ৯ লাখ টাকা।
শাহ নেওয়াজ আরও জানান, তাঁর চাহিদা ১২ লাখ টাকা। আসন্ন কোরবানির ঈদে হাটে গরুটিকে তোলা হবে। চাহিদা অনুযায়ী দাম পেলে ‘দিনাজপুরের বস’কে বিক্রি করবেন তিনি।
পাশের উপজেলা গোবিন্দগঞ্জ থেকে দেখতে আসা ইমরান হোসেন বলেন, ‘আমি প্রায় এক মাস আগে শুনেছি এই গরুর কথা। আজ নিজ চোখে দেখলাম। আমার জ্ঞান হওয়ার পর এত বিশাল আকৃতির গরু দেখিনি।’
ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) রাকিবা খাতুন বলেন, ‘শাহ নেওয়াজ সচেতন ও সফল খামারি। তাঁর খামারে `দিনাজপুরের বস'সহ প্রায় ৭০টি গরু রয়েছে। বিশাল আকৃতির এই গরুর স্বাস্থ্য সুরক্ষা ও যত্নে আমরা সার্বিক পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি।’
মাত্র চার বছর বয়সে একটি গরুর ওজন হয়েছে ১ হাজার ২০০ কেজি। অর্থাৎ প্রায় ৩১ মণ। বোঝাই যাচ্ছে, এটি দ্রুতবর্ধনশীল। তাই একে ভালোবেসে মালিক নাম দিয়েছেন ‘দিনাজপুরের বস’। জেলার ঘোড়াঘাট পৌর এলাকার বড় গলিতে নেচার ফ্রেশ ডেইরি খামারে এর দেখা মেলে।
খামারে গিয়ে দেখা যায়, গলায় রশি ও দুপাশে টানা দিয়ে দানব আকৃতির এই গরুকে বেঁধে রাখা হয়েছে। এর দেখভাল করছেন এক শ্রমিক। আশপাশের এলাকা থেকে লোকজন এসেছে সেটি দেখতে। কেউ কেউ গরুটির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। কালো চামড়ার ‘দিনাজপুরের বসে’র উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি।
খামারে কর্মরত শ্রমিকেরা জানান, গরুটি প্রতিদিন প্রায় ১২০ লিটার পানি পান করে। এ ছাড়া একে প্রতিদিন ১২ কেজি দানাদার খাদ্য এবং ২০ কেজি খড় খাওয়ানো হয়।
গরুটির মালিক শাহ নেওয়াজ জানান, ফিজিয়ান জাতের এই গরুর বয়স চার বছর। তাঁর খামারের একটি গাভি থেকে এটি জন্ম নেয়। খাদ্যাভ্যাস ভালো থাকায় এর ওজন দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কেজি। আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক দর্শনার্থী ও গরু ব্যবসায়ী একে দেখতে আসেন। অনেকেই কিনতে চান। এখন পর্যন্ত গরুটির দাম উঠেছে ৯ লাখ টাকা।
শাহ নেওয়াজ আরও জানান, তাঁর চাহিদা ১২ লাখ টাকা। আসন্ন কোরবানির ঈদে হাটে গরুটিকে তোলা হবে। চাহিদা অনুযায়ী দাম পেলে ‘দিনাজপুরের বস’কে বিক্রি করবেন তিনি।
পাশের উপজেলা গোবিন্দগঞ্জ থেকে দেখতে আসা ইমরান হোসেন বলেন, ‘আমি প্রায় এক মাস আগে শুনেছি এই গরুর কথা। আজ নিজ চোখে দেখলাম। আমার জ্ঞান হওয়ার পর এত বিশাল আকৃতির গরু দেখিনি।’
ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) রাকিবা খাতুন বলেন, ‘শাহ নেওয়াজ সচেতন ও সফল খামারি। তাঁর খামারে `দিনাজপুরের বস'সহ প্রায় ৭০টি গরু রয়েছে। বিশাল আকৃতির এই গরুর স্বাস্থ্য সুরক্ষা ও যত্নে আমরা সার্বিক পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি।’
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে