শিপুল ইসলাম, রংপুর
‘একদল ক্ষমতা আসি সউগ জিনিসের দাম বাড়াইছে, আরেক দল হরতাল-অবরোধ ডাকি হামার কামাই বন্ধ করিছে। অবরোধের জন্যে তিন দিন থাকি শহরোত মানুষ নাই। চাল-ডাল তো দূরের কথা, গ্যারেজ ভাড়ায় হওছে না। দুই দিন থাকি দেনা করি চলুছি। হামার বাঁচা কঠিন হয়্যা গেইছে।’
আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা রিকশাচালক এরশাদ আলী আক্ষেপ করে কথাগুলো বলছিলেন।
এরশাদ আলী জানান, পাঁচ সদস্যের সংসারে রিকশা চালিয়ে অন্ন জোগান। ভাঙাচোরা ঘর মেরামতে সাপ্তাহিক কিস্তিতে এনজিও থেকে ঋণ নিয়েছেন মাস তিনেক আগে। শহরে যে রিকশাটি তিনি চালান সেটি ভাড়ার। প্রতিদিন রিকশার জমা বাবদ মালিককে দিতে হয় ৩৫০ টাকা।
স্বাভাবিক দিনে ৭০০-৮০০ টাকা পর্যন্ত আয় হলেও অবরোধের কারণে ৩০০ টাকা আয় করাই হিমশিম হয়ে গেছে। তিন দিন ধরে তিনি রিকশার জমার টাকাই তুলতে আয় করতে পারেননি।
বিভাগীয় শহর রংপুরে প্রতিদিন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী থেকে হাজারো মানুষ নানা প্রয়োজনে মেডিকেল মোড় হয়ে রংপুর শহরে আসেন। কিন্তু ৩১ অক্টোবর থেকে ২ সেপ্টেম্বর বিএনপির তিন দিনের ডাকা অবরোধ কর্মসূচিতে শহরে স্বাভাবিক সময়ের মতো লোক সমাগম নেই।
ফলে আয় কমেছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চালকের। অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে নানা শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রায়।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়, বাস টার্মিনাল, মডার্ন মোড় এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রী ওঠানামায় ব্যস্ত থাকা রিকশা-ইজিবাইকের চালকেরা যাত্রীর অপেক্ষায় বসে আছে। দুই-একটি যাত্রী নিয়ে ইজিবাইকগুলো ছুটে চলেছে। শহরে তেমন লোক সমাগম নেই।
মডার্ন মোড়ে যাত্রীর অপেক্ষায় শফিকুল ইসলাম বলেন, ‘দ্যাশে এখন যা কিছু হওছে সউগ হামার মতন গরিবোক মারি ফেলার তকনে। একসের চাল ৬০ টাকা, একসের সবজি ৭০ টাকা। কী খায়া বাঁচমো কন। তার ওপর গাড়ি চলেয়া যে দুই টাকা কামাই করমো তারও উপায় নাই। হরতাল অবরোধে ভয়ে মানুষ বাড়ি বাইরোত বেরাওছে না। গতকাইল সকাল থাকি রাইত পর্যন্ত ৫০০ টাকা কামাই হইছে। গ্যারেজোত দিছু ৩৫০, দেড় শ নিয়া বাড়িত গেছুন। আইজ যে কী হইবে তাক আল্লায় জানে।’
আজ বেলা ১১টার দিকে বাসটার্মিনালে কথা হয় এইচএ পরিবহনের শ্রমিক সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, ‘যাত্রী নেই, তাই বাস চলাচল বন্ধ আছে। বাস না চলায় তিন দিন ধরে বসে আছি। কোনো আয়- রোজগার নেই। অবরোধের কারণেই আমাদের মতো মানুষের রুটিরুজিতে আঘাত আসছে।’
তিন বছরের শিশুকে চিকিৎসার জন্য দিনাজপুরের খানসামা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম। বাস বন্ধ থাকায় যাত্রাপথে দুর্ভোগ পোহাতে হয়েছে।
আশরাফুল আলম বলেন, ‘রাস্তায় গাড়ি নাই, রিকশা-অটোতে করে হাসপাতালে আসতে হলো। অবরোধ দিয়া লাভ কী যদি সাধারণ মানুষের উপকারেই না আসে। এমন অবরোধের জন্য জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ে।’
এদিকে বিএনপির তিন দিনের ডাকা অবরোধ কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদের তেমন সক্রিয় দেখা না গেলেও; ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোকে শান্তি সমাবেশ করতে দেখা গেছে।
এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, এখন পর্যন্ত রংপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশি টহল জোরদার করা হয়েছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
‘একদল ক্ষমতা আসি সউগ জিনিসের দাম বাড়াইছে, আরেক দল হরতাল-অবরোধ ডাকি হামার কামাই বন্ধ করিছে। অবরোধের জন্যে তিন দিন থাকি শহরোত মানুষ নাই। চাল-ডাল তো দূরের কথা, গ্যারেজ ভাড়ায় হওছে না। দুই দিন থাকি দেনা করি চলুছি। হামার বাঁচা কঠিন হয়্যা গেইছে।’
আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা রিকশাচালক এরশাদ আলী আক্ষেপ করে কথাগুলো বলছিলেন।
এরশাদ আলী জানান, পাঁচ সদস্যের সংসারে রিকশা চালিয়ে অন্ন জোগান। ভাঙাচোরা ঘর মেরামতে সাপ্তাহিক কিস্তিতে এনজিও থেকে ঋণ নিয়েছেন মাস তিনেক আগে। শহরে যে রিকশাটি তিনি চালান সেটি ভাড়ার। প্রতিদিন রিকশার জমা বাবদ মালিককে দিতে হয় ৩৫০ টাকা।
স্বাভাবিক দিনে ৭০০-৮০০ টাকা পর্যন্ত আয় হলেও অবরোধের কারণে ৩০০ টাকা আয় করাই হিমশিম হয়ে গেছে। তিন দিন ধরে তিনি রিকশার জমার টাকাই তুলতে আয় করতে পারেননি।
বিভাগীয় শহর রংপুরে প্রতিদিন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী থেকে হাজারো মানুষ নানা প্রয়োজনে মেডিকেল মোড় হয়ে রংপুর শহরে আসেন। কিন্তু ৩১ অক্টোবর থেকে ২ সেপ্টেম্বর বিএনপির তিন দিনের ডাকা অবরোধ কর্মসূচিতে শহরে স্বাভাবিক সময়ের মতো লোক সমাগম নেই।
ফলে আয় কমেছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চালকের। অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে নানা শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রায়।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়, বাস টার্মিনাল, মডার্ন মোড় এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রী ওঠানামায় ব্যস্ত থাকা রিকশা-ইজিবাইকের চালকেরা যাত্রীর অপেক্ষায় বসে আছে। দুই-একটি যাত্রী নিয়ে ইজিবাইকগুলো ছুটে চলেছে। শহরে তেমন লোক সমাগম নেই।
মডার্ন মোড়ে যাত্রীর অপেক্ষায় শফিকুল ইসলাম বলেন, ‘দ্যাশে এখন যা কিছু হওছে সউগ হামার মতন গরিবোক মারি ফেলার তকনে। একসের চাল ৬০ টাকা, একসের সবজি ৭০ টাকা। কী খায়া বাঁচমো কন। তার ওপর গাড়ি চলেয়া যে দুই টাকা কামাই করমো তারও উপায় নাই। হরতাল অবরোধে ভয়ে মানুষ বাড়ি বাইরোত বেরাওছে না। গতকাইল সকাল থাকি রাইত পর্যন্ত ৫০০ টাকা কামাই হইছে। গ্যারেজোত দিছু ৩৫০, দেড় শ নিয়া বাড়িত গেছুন। আইজ যে কী হইবে তাক আল্লায় জানে।’
আজ বেলা ১১টার দিকে বাসটার্মিনালে কথা হয় এইচএ পরিবহনের শ্রমিক সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, ‘যাত্রী নেই, তাই বাস চলাচল বন্ধ আছে। বাস না চলায় তিন দিন ধরে বসে আছি। কোনো আয়- রোজগার নেই। অবরোধের কারণেই আমাদের মতো মানুষের রুটিরুজিতে আঘাত আসছে।’
তিন বছরের শিশুকে চিকিৎসার জন্য দিনাজপুরের খানসামা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম। বাস বন্ধ থাকায় যাত্রাপথে দুর্ভোগ পোহাতে হয়েছে।
আশরাফুল আলম বলেন, ‘রাস্তায় গাড়ি নাই, রিকশা-অটোতে করে হাসপাতালে আসতে হলো। অবরোধ দিয়া লাভ কী যদি সাধারণ মানুষের উপকারেই না আসে। এমন অবরোধের জন্য জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ে।’
এদিকে বিএনপির তিন দিনের ডাকা অবরোধ কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদের তেমন সক্রিয় দেখা না গেলেও; ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোকে শান্তি সমাবেশ করতে দেখা গেছে।
এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, এখন পর্যন্ত রংপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশি টহল জোরদার করা হয়েছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৪১ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে