Ajker Patrika

শহীদ কর্নেল আফতাবুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শহীদ কর্নেল আফতাবুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা 

তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা ও তৎকালীন রংপুর সেক্টর কমান্ডার শহীদ কর্নেল আফতাবুল ইসলামের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বেলা ২টা দিকে শহীদ কর্নেল আফতাবুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় শহীদের পরিবারের সদস্যরা জানান, আফতাবুল ইসলাম সেক্টর কমান্ডার থাকার সময় ফুলবাড়ী উপজেলা সদরের শিমুলবাড়ী সীমান্তের চৌপথি জুম্মারপাড়ে একটি স্থল বন্দর প্রতিষ্ঠার পরিকল্পনা ও উদ্যোগ নেন। ফুলবাড়ীর উন্নয়নে এটি বাস্তবায়ন এবং তাঁর স্মৃতি ধরে রাখতে তাঁর নামে ফুলবাড়ী উপজেলা সদরের একটি রাস্তার নামকরণ করার দাবি জানান পরিবারের সদস্যরা।

প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমির আলি মিয়ার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন শহীদের বড়ভাই আনোয়ারুল ইসলাম দুলাল, স্থানীয় মজিবর রহমান, আমিনুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত