সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোনো বিশেষ দল বা মার্কা দেখে ভোট নয়, বরং ন্যায়-নীতিবান ও আদর্শ মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেন, ‘আমার দাদা কোনো একটা দলের কোনো একটা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমার বাবা ওই একটা দলের বা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমরাও ঘুরেফিরে ওই একটা দলে বা মার্কায় ভোট দিই। এটাও একটা পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়-নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে। তিনি যে দলের বা মার্কার হোক না কেন।’
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস এসব কথা বলেন।
উপজেলা পর্যায়ে সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চান বা সেবা করার নামে শাসক হয়ে ওঠেন কিংবা হয়রানি করান, তবে তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আপনারা (বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা) হলেন জনগণের সেবক। কাজেই সেবক হয়েই থাকবেন এবং জনগণকে সম্মান করবেন। যদি আপনারা জনগণকে সম্মান করেন, তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করব। তা না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’
সারজিস আলম আরও বলেন, ‘আমাদের দলের এখন পর্যন্ত জেলা, উপজেলার কমিটি হয়নি। কমিটি হওয়ার পরে যদি কেউ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ না করে ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তিকেও আপনারা বয়কট করবেন।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, রফিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, উপজেলা সংগঠক মো. লুৎফর রহমান বকসি, আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুর, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মো. আশিকুর রহমান আশিক, জুলাই যোদ্ধা মো. আসানুর রহমান প্রমুখ। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোনো বিশেষ দল বা মার্কা দেখে ভোট নয়, বরং ন্যায়-নীতিবান ও আদর্শ মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেন, ‘আমার দাদা কোনো একটা দলের কোনো একটা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমার বাবা ওই একটা দলের বা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমরাও ঘুরেফিরে ওই একটা দলে বা মার্কায় ভোট দিই। এটাও একটা পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়-নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে। তিনি যে দলের বা মার্কার হোক না কেন।’
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস এসব কথা বলেন।
উপজেলা পর্যায়ে সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চান বা সেবা করার নামে শাসক হয়ে ওঠেন কিংবা হয়রানি করান, তবে তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আপনারা (বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা) হলেন জনগণের সেবক। কাজেই সেবক হয়েই থাকবেন এবং জনগণকে সম্মান করবেন। যদি আপনারা জনগণকে সম্মান করেন, তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করব। তা না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’
সারজিস আলম আরও বলেন, ‘আমাদের দলের এখন পর্যন্ত জেলা, উপজেলার কমিটি হয়নি। কমিটি হওয়ার পরে যদি কেউ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ না করে ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তিকেও আপনারা বয়কট করবেন।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, রফিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, উপজেলা সংগঠক মো. লুৎফর রহমান বকসি, আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুর, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মো. আশিকুর রহমান আশিক, জুলাই যোদ্ধা মো. আসানুর রহমান প্রমুখ। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।
নাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
৩৬ মিনিট আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
৪০ মিনিট আগেধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম একই সুবিধায় পরিচালিত হবে।
১ ঘণ্টা আগে