গাইবান্ধা প্রতিনিধি
দুষ্টুমি করায় ছাত্রকে চড় দেন শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার চার দিন পর উল্টো শিক্ষককে পেটাল ওই ছাত্র। আজ বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার শ্রেণি কক্ষে দুষ্টুমি করায় অষ্টম শ্রেণির ওই ছাত্রকে চড় দেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ। এ ঘটনার জেরে আজ তাঁকে পেটান ওই ছাত্র।
শিক্ষক আব্দুল লতিফ আকন্দ বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই। সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের ওপর তলায় উঠছিলাম। এ সময় অষ্টম শ্রেণির ছাত্র সেলিম পেছন থেকে আমাকে লাঠি দিয়ে পর পর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়।’
এই শিক্ষক আরও বলেন, চার দিন আগে শ্রেণি কক্ষে ওই ছাত্র দুষ্টুমি করায় চড় দেওয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে এ লাঠি দিয়ে পিটিয়েছে।
ওই ছাত্রের বাবা এমদাদুল হক বলেন, ‘এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ মঙ্গলবার স্কুলে তাঁর ছেলেকে চড়সহ এলোপাতাড়ি মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কাণ্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা। বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। খতিয়ে দেখা হচ্ছে।
দুষ্টুমি করায় ছাত্রকে চড় দেন শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার চার দিন পর উল্টো শিক্ষককে পেটাল ওই ছাত্র। আজ বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার শ্রেণি কক্ষে দুষ্টুমি করায় অষ্টম শ্রেণির ওই ছাত্রকে চড় দেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ। এ ঘটনার জেরে আজ তাঁকে পেটান ওই ছাত্র।
শিক্ষক আব্দুল লতিফ আকন্দ বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই। সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের ওপর তলায় উঠছিলাম। এ সময় অষ্টম শ্রেণির ছাত্র সেলিম পেছন থেকে আমাকে লাঠি দিয়ে পর পর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়।’
এই শিক্ষক আরও বলেন, চার দিন আগে শ্রেণি কক্ষে ওই ছাত্র দুষ্টুমি করায় চড় দেওয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে এ লাঠি দিয়ে পিটিয়েছে।
ওই ছাত্রের বাবা এমদাদুল হক বলেন, ‘এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ মঙ্গলবার স্কুলে তাঁর ছেলেকে চড়সহ এলোপাতাড়ি মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কাণ্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা। বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। খতিয়ে দেখা হচ্ছে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারি থেকে তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
১২ মিনিট আগেছাত্রদল চায় জাকসুর গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক। এ নিয়ে তারা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।
৩৯ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলের উলন রোডে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সূচনা ঘটেছিল কোটাবিরোধী আন্দোলন থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সেই আন্দোলনে দমন-পীড়ন চালানোয় তা গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।
১ ঘণ্টা আগে