প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)
রংপুরের কাউনিয়ায় স্বামীর সঙ্গে ঢাকায় যেতে পারবে না বলে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে আরফানা আক্তার আঁখি (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হরিচরণশর্মা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরফান আক্তার আঁখি পীরগাছা উপজেলার জুয়ানের চর গ্রামের আহম্মেদ আলীর মেয়ে ও কাউনিয়া উপজেলার হরিচরণশর্মা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা লোকজন জানায়, এক বছর আগে আরফিনা আক্তার আঁখি ও হামিদুল ইসলামের বিয়ে হয়। হামিদুল পেশায় একজন দিনমজুর। এলাকায় তেমন কাজকর্ম না থাকায় হামিদুল ভালো মজুরিতে কাজকর্ম করার আশায় ঢাকায় যেতে প্রস্তুতি নেয়। কিন্তু স্বামীকে ছাড়া বাড়িতে একা থাকতে পারবে না বলে জানায় আরফানা আক্তার আঁখি। সে স্বামীর সঙ্গে ঢাকা যাওয়ার জন্য জেদ করে বসে। কিন্তু গৃহবধূকে স্বামীর সঙ্গে ঢাকা যেতে মানা করে ওই গৃহবধূর পিতা-মাতা ও স্বামীসহ তাঁর পরিবারের লোকজন।
আর স্বামীর সঙ্গে ঢাকায় যেতে পারবে না বলে ওই গৃহবধূ তার পিতা-মাতা ও স্বামীর সঙ্গে অভিমান করে গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বামীর বাড়িতে নিজ শোয়ার ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঝুলন্ত থাকা গৃহবধূর মরদেহ মাটিতে নামায়।
পরে খবর পেয়ে বুধবার রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী হামিদুল ইসলাম জানায়, আমার শ্বশুর শাশুড়ি তাঁদের মেয়েকে ঢাকায় যেতে মানা করেছে। মানা উপেক্ষা করে আমি তো নিয়ে যেতে পারি না। আমার সঙ্গে ঢাকায় যেতে পারবে না বলে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামীর সঙ্গে ঢাকায় যেতে পারবে না বলে পিতা মাতা ওর স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের মুচলেকা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রংপুরের কাউনিয়ায় স্বামীর সঙ্গে ঢাকায় যেতে পারবে না বলে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে আরফানা আক্তার আঁখি (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হরিচরণশর্মা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরফান আক্তার আঁখি পীরগাছা উপজেলার জুয়ানের চর গ্রামের আহম্মেদ আলীর মেয়ে ও কাউনিয়া উপজেলার হরিচরণশর্মা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা লোকজন জানায়, এক বছর আগে আরফিনা আক্তার আঁখি ও হামিদুল ইসলামের বিয়ে হয়। হামিদুল পেশায় একজন দিনমজুর। এলাকায় তেমন কাজকর্ম না থাকায় হামিদুল ভালো মজুরিতে কাজকর্ম করার আশায় ঢাকায় যেতে প্রস্তুতি নেয়। কিন্তু স্বামীকে ছাড়া বাড়িতে একা থাকতে পারবে না বলে জানায় আরফানা আক্তার আঁখি। সে স্বামীর সঙ্গে ঢাকা যাওয়ার জন্য জেদ করে বসে। কিন্তু গৃহবধূকে স্বামীর সঙ্গে ঢাকা যেতে মানা করে ওই গৃহবধূর পিতা-মাতা ও স্বামীসহ তাঁর পরিবারের লোকজন।
আর স্বামীর সঙ্গে ঢাকায় যেতে পারবে না বলে ওই গৃহবধূ তার পিতা-মাতা ও স্বামীর সঙ্গে অভিমান করে গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বামীর বাড়িতে নিজ শোয়ার ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঝুলন্ত থাকা গৃহবধূর মরদেহ মাটিতে নামায়।
পরে খবর পেয়ে বুধবার রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী হামিদুল ইসলাম জানায়, আমার শ্বশুর শাশুড়ি তাঁদের মেয়েকে ঢাকায় যেতে মানা করেছে। মানা উপেক্ষা করে আমি তো নিয়ে যেতে পারি না। আমার সঙ্গে ঢাকায় যেতে পারবে না বলে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামীর সঙ্গে ঢাকায় যেতে পারবে না বলে পিতা মাতা ওর স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের মুচলেকা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
৯ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১১ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১৪ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
১৮ মিনিট আগে