গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম শাহ। তিনি বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।’
স্থানীয় লোকজন জানায়, পুলিশের একটি রেকার গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌরাস্তা মোড়ের দিকে যাচ্ছিল। চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে রেকার গাড়িটি পৌঁছে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। এ সময় দুই রিকশাচালক আহত হয়। আহতদের মধ্য একজনের নাম আসাদুল অন্য জনের নাম এখনো জানা যায়নি।
স্থানীয় লোকজন আরও জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে রিকশাচালকসহ স্থানীয় লোকজন। এ সময় তাঁরা রেকারটিসহ সড়কে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করে। পরে তাঁরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়।
রিকশাচালক ও স্থানীয়দের অভিযোগ, রেকার গাড়িটি অদক্ষ চালক দিয়ে চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেন তাঁরা।
ওসি সামছুল আলম শাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিহত রিকশাচালকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম শাহ। তিনি বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।’
স্থানীয় লোকজন জানায়, পুলিশের একটি রেকার গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌরাস্তা মোড়ের দিকে যাচ্ছিল। চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে রেকার গাড়িটি পৌঁছে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। এ সময় দুই রিকশাচালক আহত হয়। আহতদের মধ্য একজনের নাম আসাদুল অন্য জনের নাম এখনো জানা যায়নি।
স্থানীয় লোকজন আরও জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে রিকশাচালকসহ স্থানীয় লোকজন। এ সময় তাঁরা রেকারটিসহ সড়কে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করে। পরে তাঁরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়।
রিকশাচালক ও স্থানীয়দের অভিযোগ, রেকার গাড়িটি অদক্ষ চালক দিয়ে চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেন তাঁরা।
ওসি সামছুল আলম শাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিহত রিকশাচালকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
কোস্ট গার্ড জানায়, এফবি জামিলা নামের ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিসারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁরা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তাঁরা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন কল করে সহযোগিতা..
৩ মিনিট আগেপুশ ইনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশ ইন করে বিএসএফ।
১৮ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৬ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৭ ঘণ্টা আগে