গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম শাহ। তিনি বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।’
স্থানীয় লোকজন জানায়, পুলিশের একটি রেকার গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌরাস্তা মোড়ের দিকে যাচ্ছিল। চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে রেকার গাড়িটি পৌঁছে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। এ সময় দুই রিকশাচালক আহত হয়। আহতদের মধ্য একজনের নাম আসাদুল অন্য জনের নাম এখনো জানা যায়নি।
স্থানীয় লোকজন আরও জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে রিকশাচালকসহ স্থানীয় লোকজন। এ সময় তাঁরা রেকারটিসহ সড়কে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করে। পরে তাঁরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়।
রিকশাচালক ও স্থানীয়দের অভিযোগ, রেকার গাড়িটি অদক্ষ চালক দিয়ে চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেন তাঁরা।
ওসি সামছুল আলম শাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিহত রিকশাচালকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম শাহ। তিনি বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।’
স্থানীয় লোকজন জানায়, পুলিশের একটি রেকার গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌরাস্তা মোড়ের দিকে যাচ্ছিল। চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে রেকার গাড়িটি পৌঁছে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। এ সময় দুই রিকশাচালক আহত হয়। আহতদের মধ্য একজনের নাম আসাদুল অন্য জনের নাম এখনো জানা যায়নি।
স্থানীয় লোকজন আরও জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে রিকশাচালকসহ স্থানীয় লোকজন। এ সময় তাঁরা রেকারটিসহ সড়কে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করে। পরে তাঁরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়।
রিকশাচালক ও স্থানীয়দের অভিযোগ, রেকার গাড়িটি অদক্ষ চালক দিয়ে চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেন তাঁরা।
ওসি সামছুল আলম শাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিহত রিকশাচালকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
৪ মিনিট আগেফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
২৩ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
১ ঘণ্টা আগে