রংপুর প্রতিনিধি
নার্গিস আক্তার, রংপুর সদর উপজেলার হরকলি পীরপাড়া গ্রামের বাসিন্দা। বাবা মারা গেছেন অনেক আগে। মায়ের সামান্য আয়ে সংসারে দুবেলা খাবার জোটে না। এমন অবস্থায় তাঁর বিয়ে দেওয়ার খরচ দুঃসাধ্য ছিল। এমনই ১৫ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে রংপুরে।
গতকাল মঙ্গলবার রাতে নগরীর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে এ বিয়ের আয়োজন করে ঢাকাস্থ আল-খায়ের ফাউন্ডেশন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের নগদ অর্থ, ভ্যান, সেলাই মেশিনসহ সংসারের নানা উপকরণও উপহার দেওয়া হয়।
এমন বর্ণিল আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে পেরে উচ্ছ্বসিত ছিলেন নবদম্পতিরা। রংপুরে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ পরিবেশে যৌতুকবিহীন এমন বিয়ের আয়োজন করায় খুশি স্থানীয় প্রশাসনও।
ঘুরে দেখা যায়, বিয়ের আয়োজনকে ঘিরে নগরীর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে ছিল সাজ সাজ রব। সাদা কাপড়ে ঘেরা পুরো স্টেডিয়াম প্রাঙ্গণে সারি করে রাখা ভ্যান, সেলাই মেশিন, গ্যাসের চুলা, বালতি, প্লেট-গ্লাস, জগ, তোশকসহ সংসারের প্রয়োজনীয় আসবাব। প্রতিটি ভ্যানে এক-দুই করে নম্বর সাঁটিয়ে দেওয়া হয়। ইনডোর স্টেডিয়াম ভবনের সামনে ফুলে সজ্জিত গেট।
রাজকীয়ভাবে সাজানো মঞ্চে সারি করে বিয়ের পাঞ্জাবি, পায়জামা, জুতা, পাগড়ি পরে বসে আছেন ১৫ জন বর। অপর আরেকটি ঘরের ভেতরে বিয়ের সাজে ১৫ জন কনে। সবারই হাস্যোজ্জ্বল মুখ। মঞ্চের বিপরীতে বসে ছিলেন ৩০ পরিবারের সদস্যরা।
নগরীর জুম্মাপাড়ার এলাকার কনে নুসরাত বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘কল্পনায়ও ভাবি নাই, এত সাজসজ্জা করে আমার বিয়ে হবে। স্টেজে সেজে বসে থাকব। সবই আল্লাহর ইচ্ছে। বিয়েতে আমাদের একটি টাকা খরচ হয়নি, বরং উপহারও পেয়েছি। বর ও আমি দুজনেই খুশি। দোয়া করবেন যে সংসার জীবনে সুখী হই।’
কনে নার্গিস আক্তার বলেন, ‘বাবা মারা যাওয়ার অনেক বছর হয়েছে। মায়ে তামাক কোম্পানিত কাম করি যা পায়, তাই দিয়া আমরা তিন ভাই-বোন মা খাইছি। এমন আয়োজন করে বিয়ের সাধ মায়ের ছিল। কিন্তু ধুমধাম করেই আজ আমার বিয়ে হলো। একটা যৌতুক লাগে নাই। যারা আমার ঘর বান্ধি দিল তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।’
পাগলাপীর কিশামত হরকলি গ্রামের বাসিন্দা বর মারজান মিয়া বলেন, ‘ডিমান্ড ছাড়া বিয়া করবার পারছি। এ্যালা বুক উচা করি চলবার পামো। কাইয়ো কিছু কবার পাবার নয়। এমন করি বিয়া হইলে যৌতুক সমাজ থ্যাকি উঠি যাইব। যৌতুকের জন্তে কোন মেয়ে নির্যাতন হবার ন্যায়।’
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘যৌতুক নেওয়া রাষ্ট্রীয়ভাবে বেআইনি কাজ। তবে সমাজে ব্যাধি হয়ে এটি এখনো রয়েছে। আল-খায়ের ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তার সাধুবাদ জানাই। যেহেতু যৌতুক বেআইনি কাজ, এটি বন্ধ করা পুলিশের কাজ।
‘আমি মনে করি, এ আয়োজনের মধ্য দিয়ে একটি সুস্থ ধারার সূচনা হলো। আমরা এ কাজকে শুধু সমর্থনই করি না। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা নবদম্পতির জন্য উপহার দিয়েছি। আশা করছি, ভবিষ্যতে সব বিয়েই যৌতুকবিহীন হবে। যারা এ ধরনের উদ্যোগ নেবেন আমরা সব সময় তাদের পাশে থাকব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি, বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, কলেজের শিক্ষক আজহারুল ইসলাম দুলাল, অনুষ্ঠানের সমন্বয়ক মেরিনা লাভলীসহ বিভিন্ন পেশার মানুষ।
নার্গিস আক্তার, রংপুর সদর উপজেলার হরকলি পীরপাড়া গ্রামের বাসিন্দা। বাবা মারা গেছেন অনেক আগে। মায়ের সামান্য আয়ে সংসারে দুবেলা খাবার জোটে না। এমন অবস্থায় তাঁর বিয়ে দেওয়ার খরচ দুঃসাধ্য ছিল। এমনই ১৫ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে রংপুরে।
গতকাল মঙ্গলবার রাতে নগরীর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে এ বিয়ের আয়োজন করে ঢাকাস্থ আল-খায়ের ফাউন্ডেশন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের নগদ অর্থ, ভ্যান, সেলাই মেশিনসহ সংসারের নানা উপকরণও উপহার দেওয়া হয়।
এমন বর্ণিল আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে পেরে উচ্ছ্বসিত ছিলেন নবদম্পতিরা। রংপুরে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ পরিবেশে যৌতুকবিহীন এমন বিয়ের আয়োজন করায় খুশি স্থানীয় প্রশাসনও।
ঘুরে দেখা যায়, বিয়ের আয়োজনকে ঘিরে নগরীর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে ছিল সাজ সাজ রব। সাদা কাপড়ে ঘেরা পুরো স্টেডিয়াম প্রাঙ্গণে সারি করে রাখা ভ্যান, সেলাই মেশিন, গ্যাসের চুলা, বালতি, প্লেট-গ্লাস, জগ, তোশকসহ সংসারের প্রয়োজনীয় আসবাব। প্রতিটি ভ্যানে এক-দুই করে নম্বর সাঁটিয়ে দেওয়া হয়। ইনডোর স্টেডিয়াম ভবনের সামনে ফুলে সজ্জিত গেট।
রাজকীয়ভাবে সাজানো মঞ্চে সারি করে বিয়ের পাঞ্জাবি, পায়জামা, জুতা, পাগড়ি পরে বসে আছেন ১৫ জন বর। অপর আরেকটি ঘরের ভেতরে বিয়ের সাজে ১৫ জন কনে। সবারই হাস্যোজ্জ্বল মুখ। মঞ্চের বিপরীতে বসে ছিলেন ৩০ পরিবারের সদস্যরা।
নগরীর জুম্মাপাড়ার এলাকার কনে নুসরাত বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘কল্পনায়ও ভাবি নাই, এত সাজসজ্জা করে আমার বিয়ে হবে। স্টেজে সেজে বসে থাকব। সবই আল্লাহর ইচ্ছে। বিয়েতে আমাদের একটি টাকা খরচ হয়নি, বরং উপহারও পেয়েছি। বর ও আমি দুজনেই খুশি। দোয়া করবেন যে সংসার জীবনে সুখী হই।’
কনে নার্গিস আক্তার বলেন, ‘বাবা মারা যাওয়ার অনেক বছর হয়েছে। মায়ে তামাক কোম্পানিত কাম করি যা পায়, তাই দিয়া আমরা তিন ভাই-বোন মা খাইছি। এমন আয়োজন করে বিয়ের সাধ মায়ের ছিল। কিন্তু ধুমধাম করেই আজ আমার বিয়ে হলো। একটা যৌতুক লাগে নাই। যারা আমার ঘর বান্ধি দিল তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।’
পাগলাপীর কিশামত হরকলি গ্রামের বাসিন্দা বর মারজান মিয়া বলেন, ‘ডিমান্ড ছাড়া বিয়া করবার পারছি। এ্যালা বুক উচা করি চলবার পামো। কাইয়ো কিছু কবার পাবার নয়। এমন করি বিয়া হইলে যৌতুক সমাজ থ্যাকি উঠি যাইব। যৌতুকের জন্তে কোন মেয়ে নির্যাতন হবার ন্যায়।’
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘যৌতুক নেওয়া রাষ্ট্রীয়ভাবে বেআইনি কাজ। তবে সমাজে ব্যাধি হয়ে এটি এখনো রয়েছে। আল-খায়ের ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তার সাধুবাদ জানাই। যেহেতু যৌতুক বেআইনি কাজ, এটি বন্ধ করা পুলিশের কাজ।
‘আমি মনে করি, এ আয়োজনের মধ্য দিয়ে একটি সুস্থ ধারার সূচনা হলো। আমরা এ কাজকে শুধু সমর্থনই করি না। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা নবদম্পতির জন্য উপহার দিয়েছি। আশা করছি, ভবিষ্যতে সব বিয়েই যৌতুকবিহীন হবে। যারা এ ধরনের উদ্যোগ নেবেন আমরা সব সময় তাদের পাশে থাকব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি, বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, কলেজের শিক্ষক আজহারুল ইসলাম দুলাল, অনুষ্ঠানের সমন্বয়ক মেরিনা লাভলীসহ বিভিন্ন পেশার মানুষ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে