নীলফামারী প্রতিনিধি
বিজয় দিবসে নীলফামারীর সৈয়দপুরে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালক ও আরোহীদের ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ দিন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত উপস্থিত থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধ্যা ফুলের স্টিক তুলে দেন। এ সময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো. জাকির হোসেন, ট্রাফিক সার্জেন্ট আশরাফ কুরাইশী, ট্রাফিক সার্জেন্ট সাজেদুর রহমান সুজন, টিএসআই আব্দুল খালেক, এটিএসআই দেলোয়ার হোসেনসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে হেলমেট পরার জন্য ফুলেল শুভেচ্ছা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মোটরসাইকেল চালক ও আরোহীরা। মহান বিজয় দিবসে ট্রাফিক পুলিশের এমন ব্যাতিক্রমধর্মী কর্মসূচি শহরের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বলেন, ‘সারা দেশে গত সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪০ জন মারা যান। এদের মধ্যে ১৯০ জন হেলমেটবিহীন চালক মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তাই মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহার করলে অনেকাংশে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।’
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন থেকে সবসময় সব রকম ভালো কাজে মানুষকে উৎসাহিত করে থাকি। আর তাই আজকে মহান বিজয় দিবসে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহারে আরও বেশি বেশি অনুপ্রাণিত করতে এ ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে।’
তবে এ কর্মসূচি চলাকালে ট্রাফিক আইন অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করা হয়েছে।
বিজয় দিবসে নীলফামারীর সৈয়দপুরে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালক ও আরোহীদের ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ দিন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত উপস্থিত থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধ্যা ফুলের স্টিক তুলে দেন। এ সময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো. জাকির হোসেন, ট্রাফিক সার্জেন্ট আশরাফ কুরাইশী, ট্রাফিক সার্জেন্ট সাজেদুর রহমান সুজন, টিএসআই আব্দুল খালেক, এটিএসআই দেলোয়ার হোসেনসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে হেলমেট পরার জন্য ফুলেল শুভেচ্ছা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মোটরসাইকেল চালক ও আরোহীরা। মহান বিজয় দিবসে ট্রাফিক পুলিশের এমন ব্যাতিক্রমধর্মী কর্মসূচি শহরের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বলেন, ‘সারা দেশে গত সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪০ জন মারা যান। এদের মধ্যে ১৯০ জন হেলমেটবিহীন চালক মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তাই মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহার করলে অনেকাংশে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।’
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন থেকে সবসময় সব রকম ভালো কাজে মানুষকে উৎসাহিত করে থাকি। আর তাই আজকে মহান বিজয় দিবসে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহারে আরও বেশি বেশি অনুপ্রাণিত করতে এ ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে।’
তবে এ কর্মসূচি চলাকালে ট্রাফিক আইন অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করা হয়েছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩২ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩৯ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪২ মিনিট আগে