দিনাজপুর প্রতিনিধি
ঢাকার একটি হাসপাতাল থেকে নানির মরদেহ নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে লাশবাহী ফ্রিজিং গাড়ির সঙ্গে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে নাতি নিহত হয়েছেন। নিহতের নাম হৃদয় মাহিন আলভি (২৭)। এ সময় লাশবাহী গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঘোড়াঘাট পৌর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে লাশবাহী ফ্রিজিং গাড়ির সামনের অংশ দুমরে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয় মাহিন আলভি (২৭) দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার মোকতাদুর রহমানের ছেলে।
এ দুর্ঘটনায় আহত লাশবাহী গাড়িটির চালকের নাম মিঠুন মিয়া (৩৫)। তিনি ল্যাবএইড মেডিকেলের লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক হিসেবে কর্মরত।
স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘মহাসড়কের পাশে দিনাজপুরমুখী অবস্থায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। লাশবাহী গাড়িটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি নুরজাহানপুর নামক স্থানে পৌঁছালে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমরা ৭টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশবাহী গাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ নারীর মরদেহ ছিল।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনার পরপরই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। বৃদ্ধার মরদেহসহ লাশবাহী গাড়িটি আমাদের হেফাজতে আছে। অন্য কোনো গাড়িতে করে লাশটি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকার একটি হাসপাতাল থেকে নানির মরদেহ নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে লাশবাহী ফ্রিজিং গাড়ির সঙ্গে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে নাতি নিহত হয়েছেন। নিহতের নাম হৃদয় মাহিন আলভি (২৭)। এ সময় লাশবাহী গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঘোড়াঘাট পৌর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে লাশবাহী ফ্রিজিং গাড়ির সামনের অংশ দুমরে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয় মাহিন আলভি (২৭) দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার মোকতাদুর রহমানের ছেলে।
এ দুর্ঘটনায় আহত লাশবাহী গাড়িটির চালকের নাম মিঠুন মিয়া (৩৫)। তিনি ল্যাবএইড মেডিকেলের লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক হিসেবে কর্মরত।
স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘মহাসড়কের পাশে দিনাজপুরমুখী অবস্থায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। লাশবাহী গাড়িটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি নুরজাহানপুর নামক স্থানে পৌঁছালে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমরা ৭টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশবাহী গাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ নারীর মরদেহ ছিল।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনার পরপরই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। বৃদ্ধার মরদেহসহ লাশবাহী গাড়িটি আমাদের হেফাজতে আছে। অন্য কোনো গাড়িতে করে লাশটি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১৩ দিন বন্ধ থাকার পর চালু করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে ফিরল...
৬ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর পাকেরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেএকদল সংঘবদ্ধ ডাকাত স্পিডবোটে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে নৌযানে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। তখন ডাকাতদের ছোড়া গুলিতে বাল্কহেডের শ্রমিক পিরোজপুরের ভান্ডারিয়ার মাসুম মিয়া (৩০) ও পিরোজপুরের কালিকাঠীর আলামিন ফকির (১৯) গুলিবিদ্ধ হন...
২ ঘণ্টা আগেখুলনার রূপসায় চাপাতির আঘাতে আরিফ (২৩) নামের এক মাংস ব্যবসায়ী (কসাই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সেনের বাজারে এ ঘটনা ঘটে। মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আরেক কসাইয়ের চাপাতির আঘাতে তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে