Ajker Patrika

চিনির দাম আর বাড়বে না: রংপুরে বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫৮
চিনির দাম আর বাড়বে না: রংপুরে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের দামের কারণে চিনির দাম বেড়েছে। আমরা ভারত থেকেও চিনি আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির ওপর দামের প্রভাব পড়েছে। বর্তমানে ডলারের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। চিনির সবটুকু আমাদের আমদানি করতে হয়। আমি মনে করি চিনির দাম আর বাড়বে না।

আজ সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক সংগ্রহ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রোজায় যেন চিনির দাম না বাড়ে সে জন্য আমরা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েছি। টিসিবির মাধ্যমে চিনি দেওয়ার জন্য যথেষ্ট বুকিং দেওয়া হয়েছে। আরও বুকিং চলছে।’

ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছে না আমদানিকারক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় আমদানিকারকদের খাদ্যপণ্য আমদানির ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তালহা বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত