Ajker Patrika

লালমনিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ০৪
লালমনিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ

লালমনিরহাট অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ভূ–সম্পত্তি বিভাগ। আজ বৃহস্পতিবার শহরের বসুন্ধরা এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক বছর আগে নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করে প্রভাবশালী ব্যবসায়ী শরিফুল ইসলাম শরিফ রেলওয়ের জমি দখল করে সিনথিয়া ট্রেডিং নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেছিলেন। বিষয়টি নিয়ে মামলা হওয়ার পর উচ্চ আদালতেও অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত হন ওই ব্যবসায়ী। 

পরে রেলওয়ে কর্তৃপক্ষ তাঁকে তিন দফা নোটিশ দেয় এবং দফায় দফায় উচ্ছেদের চেষ্টা চালালেও রাজনৈতিক প্রভাবে ব্যর্থ হয় উচ্ছেদ অভিযান। সর্বশেষ সরকার পরিবর্তনের পর এই অভিযান পরিচালনা করে সফল হয়েছে রেলওয়ে। 

উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলেন শরিফুল ইসলাম শরিফ, যা উচ্ছেদ করতে আদালতের আশ্রয় নেওয়ার পরও রাজনৈতিক বাধায় উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে এবার উচ্ছেদ অভিযান সফল হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত