Ajker Patrika

ধানের মণ ১৫০০ টাকা নির্ধারণের দাবি কৃষকদের

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৩, ১৮: ৩৬
ধানের মণ ১৫০০ টাকা নির্ধারণের দাবি কৃষকদের

বোরো ধানের দাম মণপ্রতি দেড় হাজার টাকা নির্ধারণ এবং কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে কৃষকবন্ধন করা হয়েছে। আজ শনিবার শহরের বাসস্ট্যান্ড এলাকার গোলচত্বর মোড়ে বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের ঠাকুরগাঁও শাখার সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে কৃষকবন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পুলক দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজাসহ তিন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

বক্তারা বলেন, চলতি মৌসুমে সরকার ধানের দাম মণপ্রতি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু উৎপাদন খরচের তুলনায় এটা যথেষ্ট নয়। উৎপাদন খরচের সঙ্গে ৫০ শতাংশ অতিরিক্ত যুক্ত করে ধানের দাম কমপক্ষে দেড় হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে কৃষি সেচে অনিয়ম ও হয়রানি বন্ধসহ প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি কার্ডসহ শস্যবিমা ও পল্লি রেশন চালুর দাবি জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত