সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। গতকাল বুধবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী।
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী। তাঁকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।
সৈয়দপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। কেউ কেউ ভাড়া দিয়ে বাড়তি অর্থ আদায় করছিলেন। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজটে লোকজনকে নাকাল হতে হচ্ছিল। এর আগে তীব্র যানজটের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। তীব্র যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছানো এবং দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
ইতিপূর্বে কয়েক দফা ফুটপাত দখলমুক্ত করা হলেও আবার আগের জায়গায় ফেরেন দোকানিরা। এবার পৌর পরিষদ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতারা এবং অন্য সবার সার্বিক সহযোগিতায় শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তাতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। যাতে নতুন করে কেউ ফুটপাতে বসতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। গতকাল বুধবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী।
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী। তাঁকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।
সৈয়দপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। কেউ কেউ ভাড়া দিয়ে বাড়তি অর্থ আদায় করছিলেন। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজটে লোকজনকে নাকাল হতে হচ্ছিল। এর আগে তীব্র যানজটের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। তীব্র যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছানো এবং দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
ইতিপূর্বে কয়েক দফা ফুটপাত দখলমুক্ত করা হলেও আবার আগের জায়গায় ফেরেন দোকানিরা। এবার পৌর পরিষদ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতারা এবং অন্য সবার সার্বিক সহযোগিতায় শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তাতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। যাতে নতুন করে কেউ ফুটপাতে বসতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৮ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩২ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৪৪ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে