Ajker Patrika

সুন্দরগঞ্জে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৭: ৫৯
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ খন্দকার সোয়ায়েব আলমগীর সীনের (১২) সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রাম থেকে সীন নিখোঁজ হয়। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দারুল এহসান মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

এ বিষয় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, গতকাল শনিবার রাতে নিখোঁজ ছেলের নানা মো. মোফাজ্জল হোসেন জিডি করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে খুঁজে পেতে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৩০ জুন শুক্রবার সন্ধ্যায় বলরাম এলাকা থেকে নিখোঁজ হয় সোয়ায়েব আলমগীর সীন। তার মুখের আকৃতি গোলাকার, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট, ওজন ৪০ কেজি।

সীনকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার মা মরিয়ম বেগম বলেন, ‘ছেলের সঙ্গে সর্বশেষ দেখা ও কথা হয় নিখোঁজ হওয়ার দিন আসরের নামাজের পর। সেদিন মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরে খেলার কথা বলে বেরিয়ে যায় সে। মাগরিবের নামাজের পর বাড়ি না ফিরলে তার নানা-নানিকে খোঁজ নিতে বলি। তখন তাঁরা বলেন, হয়তো আছে কোথাও। একটু পরই হয়তো এসে যাবে। কিন্তু সে তো আসছে না।’ এই কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম।

নিখোঁজ সীনের নানা মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়ে জামাইয়ের বাড়ি পার্শ্ববর্তী কুড়িগ্রামের উলিপুরে। ঈদের আগের দিন নাতিকে মেয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। মেয়ে এসেছে ঈদের পরদিন। সেদিনই সন্ধ্যার পর থেকে নাতিকে আর খুঁজে পাচ্ছি না। একমাত্র ছেলেকে হারিয়ে আমার মেয়েটা পাগলপ্রায়। কী বলে যে ওকে সান্ত্বনা দেব, ভাষা খুঁজে পাচ্ছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত