কুড়িগ্রাম প্রতিনিধি
শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা জানিয়েছেন, পত্রিকাটি অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে।
আজ সকালে কুড়িগ্রাম শহরের টেলিভিশন সাংবাদিক ফোরাম ভবনে বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ও জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান।
অনুষ্ঠানে আব্রাহাম লিংকন বলেন, পত্রিকাটি মাত্র দুই বছর অতিক্রম করেছে। এখনো হয়তো হাঁটা শেখেনি। কিন্তু শিশু বয়সেই যে পথ অতিক্রম করেছে, তা প্রশংসার দাবিদার। পত্রিকাটির প্রাণ আছে। এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান তিনি।
জ্যেষ্ঠ সাংবাদিক সফি খানের মতে, আজকের পত্রিকার বড় বৈশিষ্ট্য হলো এটি প্রধান সংবাদগুলোতে ঘটনার ভেতরের তথ্যগুলো সুনিপুণভাবে তুলে ধরে। আবার জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের সাংবাদগুলোর চুম্বকীয় অংশগুলো এমনভাবে উপস্থাপন করে, যা পাঠককে আকৃষ্ট করে। আরেকটি বৈশিষ্ট্য হলো এর ছাপার অক্ষরগুলো তুলনামূলক বড়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাসির উদ্দিন বলেন, পত্রিকাটি জেলা ও উপজেলা পর্যায়ের অনেক অজানা সংবাদ বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করছে। তিনি বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি ইমতে আহসান শিলু, সাংবাদিক শ্যামল ভৌমিক, বাদশা সৈকত, গোলাম মওলা সিরাজ, তুহিন জামান, জাহিদুল ইসলাম, সুজন মোহন্ত, রাশেদুল ইসলাম, ফজলুল করিম ফারাজি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, ফুলবাড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি শামসুজ্জোহা সুজন, চিলমারী প্রতিনিধি মমিনুল ইসলাম প্রমুখ।
শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা জানিয়েছেন, পত্রিকাটি অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে।
আজ সকালে কুড়িগ্রাম শহরের টেলিভিশন সাংবাদিক ফোরাম ভবনে বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ও জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান।
অনুষ্ঠানে আব্রাহাম লিংকন বলেন, পত্রিকাটি মাত্র দুই বছর অতিক্রম করেছে। এখনো হয়তো হাঁটা শেখেনি। কিন্তু শিশু বয়সেই যে পথ অতিক্রম করেছে, তা প্রশংসার দাবিদার। পত্রিকাটির প্রাণ আছে। এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান তিনি।
জ্যেষ্ঠ সাংবাদিক সফি খানের মতে, আজকের পত্রিকার বড় বৈশিষ্ট্য হলো এটি প্রধান সংবাদগুলোতে ঘটনার ভেতরের তথ্যগুলো সুনিপুণভাবে তুলে ধরে। আবার জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের সাংবাদগুলোর চুম্বকীয় অংশগুলো এমনভাবে উপস্থাপন করে, যা পাঠককে আকৃষ্ট করে। আরেকটি বৈশিষ্ট্য হলো এর ছাপার অক্ষরগুলো তুলনামূলক বড়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাসির উদ্দিন বলেন, পত্রিকাটি জেলা ও উপজেলা পর্যায়ের অনেক অজানা সংবাদ বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করছে। তিনি বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি ইমতে আহসান শিলু, সাংবাদিক শ্যামল ভৌমিক, বাদশা সৈকত, গোলাম মওলা সিরাজ, তুহিন জামান, জাহিদুল ইসলাম, সুজন মোহন্ত, রাশেদুল ইসলাম, ফজলুল করিম ফারাজি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, ফুলবাড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি শামসুজ্জোহা সুজন, চিলমারী প্রতিনিধি মমিনুল ইসলাম প্রমুখ।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১৪ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে