আনিসুল হক জুয়েল, দিনাজপুর
গোর-এ-শহীদ বড় ময়দানের ঈদগাহ। দিনাজপুরের ঐতিহাসিক এ ঈদগাহ ময়দানটি উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। দৃষ্টিনন্দন ও নান্দনিক বিশাল ঈদগাহ মিনার নির্মাণ করা হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে।
জানা গেছে, একসঙ্গে এত লোক নামাজ আদায় করার মতো ঈদগাহ মাঠ উপমহাদেশে আর একটিও নেই। এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। ঈদগাহটি তৈরি করা হয়েছে মোগল স্থাপত্যরীতির অনুসরণে। মেহরাবের উচ্চতা ৫৫ ফুট। ৫২ গম্বুজবিশিষ্ট এই ঈদগাহে রয়েছে দুটি মিনার, যার প্রতিটির উচ্চতা ৬০ ফুট। মাঝের গেট দুটি ৪৭ ফুট করে চওড়া। এতে খিলান আছে ৩২টি। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিমের পরিকল্পনায় ঈদগাহটি নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মিনারের মূল অংশ তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট ২টির উচ্চতা ৩০ ফুট।
দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানের পশ্চিম দিকের প্রায় অর্ধেক জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে এই ঈদগাহ মিনারটি। দৃষ্টিনন্দন হিসেবে উপস্থাপন করতে প্রতিটি গম্বুজে আছে বৈদ্যুতিক সংযোগ। সন্ধ্যার পর থেকেই মিনারে আলো ঝলমল করে ওঠে। এ ছাড়া ৫১৬ ফুট লম্বায় ৩২টি খিলান নির্মাণ করা হয়েছে।
৫২ গম্বুজের এই ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে একসঙ্গে ১০ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে আশা আয়োজকদের। সকাল ৯টায় এ বছর ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী বৃহত্তম ঈদের জামাতে ইমামতি করবেন।
পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা গত ১৩ এপ্রিল দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সর্ববৃহৎ ঈদগাহ মিনারের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী এবং ব্যবস্থাপনার কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহ ময়দান উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। গোর-এ-শহীদ ময়দানের আয়তন প্রায় ২২ একর। উপমহাদেশে এত বড় ঈদগাহ আর নেই। এখানে দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন। তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে পরপর দুই বছর দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে এবার এই ময়দানে ঈদের জামাত হবে এবং এর সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
গোর-এ-শহীদ বড় ময়দানের ঈদগাহ। দিনাজপুরের ঐতিহাসিক এ ঈদগাহ ময়দানটি উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। দৃষ্টিনন্দন ও নান্দনিক বিশাল ঈদগাহ মিনার নির্মাণ করা হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে।
জানা গেছে, একসঙ্গে এত লোক নামাজ আদায় করার মতো ঈদগাহ মাঠ উপমহাদেশে আর একটিও নেই। এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। ঈদগাহটি তৈরি করা হয়েছে মোগল স্থাপত্যরীতির অনুসরণে। মেহরাবের উচ্চতা ৫৫ ফুট। ৫২ গম্বুজবিশিষ্ট এই ঈদগাহে রয়েছে দুটি মিনার, যার প্রতিটির উচ্চতা ৬০ ফুট। মাঝের গেট দুটি ৪৭ ফুট করে চওড়া। এতে খিলান আছে ৩২টি। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিমের পরিকল্পনায় ঈদগাহটি নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মিনারের মূল অংশ তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট ২টির উচ্চতা ৩০ ফুট।
দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানের পশ্চিম দিকের প্রায় অর্ধেক জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে এই ঈদগাহ মিনারটি। দৃষ্টিনন্দন হিসেবে উপস্থাপন করতে প্রতিটি গম্বুজে আছে বৈদ্যুতিক সংযোগ। সন্ধ্যার পর থেকেই মিনারে আলো ঝলমল করে ওঠে। এ ছাড়া ৫১৬ ফুট লম্বায় ৩২টি খিলান নির্মাণ করা হয়েছে।
৫২ গম্বুজের এই ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে একসঙ্গে ১০ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে আশা আয়োজকদের। সকাল ৯টায় এ বছর ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী বৃহত্তম ঈদের জামাতে ইমামতি করবেন।
পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা গত ১৩ এপ্রিল দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সর্ববৃহৎ ঈদগাহ মিনারের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী এবং ব্যবস্থাপনার কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহ ময়দান উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। গোর-এ-শহীদ ময়দানের আয়তন প্রায় ২২ একর। উপমহাদেশে এত বড় ঈদগাহ আর নেই। এখানে দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন। তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে পরপর দুই বছর দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে এবার এই ময়দানে ঈদের জামাত হবে এবং এর সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে