Ajker Patrika

বোদায় নৌকাডুবি: তৃতীয় দিনে ৬৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

আল মামুন জীবন, বোদা (পঞ্চগড়) থেকে
Thumbnail image

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ৭টায় আজকের মতো উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়।

সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৭ জন এবং শিশু ২১ জন। তবে আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করছেন স্বজনেরা।

অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জানান, উদ্ধার হওয়া মরহেদগুলের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, আটোয়ারী উপজেলার দুজন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন।

তৃতীয় দিনের উদ্ধার কাজ সমাপ্ত। সর্বমোট ৬৮ জনের মরদেহ উদ্ধারবোদা উপজেলার নিহতরা হলেন, বংশীধর গ্রামের সনেকা রানী (৬০), রাজ মোহন অধিকারী (৬৫), জোগাপাড়া গ্রামের রজেন্দ্র নাথ (৫৫), মদনহাট এলাকার শ্রেয়শ্রী (১৪), ময়দানদিঘী গ্রামের সফলতা রানী (৪০), কুমারপাড়া গ্রামের হাতেম আলী (৭০), কমলাপুকুরী গ্রামের বিলাশ চন্দ্র (৪৫), বামন হাটের শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), আলোকপাড়া গ্রামের রুপসী (৮), ফুটকিবাড়ী গ্রামের শ্যামলী রানী (১৪), বংশীধর পাঁচপীর গ্রামের সুমিত্রা রাণী (৬০), সাকুয়া শিকার পুর গ্রামের ফাল্গুনী (৪৫), পাঁচপীর জয়নন্দ গ্রামের প্রমিলা দেবী (৭০), চন্দ্রনবাড়ী গ্রামের জতিষ চন্দ্র (৫৫), বামনপাড়া গ্রামের শোভা রাণী (২৭), পিয়ন্ত (২.৫), ফুটকিবাড়ী গ্রামের রুপালী ওরফে খুকি (৩৫), আরাজি শিকারপুর কবিতা রানী (৫০), আদরী (৫০), গেদীপাড়া গ্রামের বৈজ্য বালা (৫০), শালবাড়ী গ্রামের সুব্রত (২), বটতলী গ্রামের জগদ্বিশ (৩৫), কলেজপাড়া এলাকার জতি মিম্ময় রায় (১৫), বংশিধর পূজারী গ্রামের গেন্দা রানী (৫০), বটতলী গ্রামের কনিকা রাণী (৪০), কাউয়াখান গ্রামের সুমিত্রা রানী (৪৫), মালুয়া পাড়ার প্রতিমা রাণী (৫০), আবাসডাঙ্গা গ্রামের সূর্য নাথ বর্মন (১২), সাকুয়া ডাঙ্গাপাড়া গ্রামের প্রদীপ রায় (৩০), তেপুকুরী গ্রামের পারুল রানী (৩২), ডাঙ্গাপাড়া গ্রামের শৈলা বালা (৪০), সনেকা (৫৫), বটতলী গ্রামের হরিকিশোর (৪৫), শিল্টু বর্মন (৩২), ভুল্লিপাড়া গ্রামের মহেন (৩০), বামন হাটের আখি রানী (১৫), গেদিপাড়ার সুমিত্রা রানী (৩৮), জয়নন্দ বড়ুয়া গ্রামের ধৃতি রানী (১০), কাউখাল গ্রামের সজিব রায় (১০), দেবীগঞ্জ উপজেলার নিহতরা হলেন, শালডাঙ্গা গ্রামের লক্ষী রাণী (২৫), মধ্য শিকারপুর গ্রামের অমল চন্দ্র (৩৫), ডাঙ্গাপাড়া গ্রামের প্রমিলা রাণী (৫৫), তেলীপাড়া গ্রামের অনবালা (৬০), শালডাঙ্গা গ্রামের তারা রানী (২৫), বিষ্ণু (৩.৫), হাতীডোবা গ্রামের তনশ্রী (৫), শিকারপুর গ্রামের পিয়ন্তী (৮), দিপু বাবু (১০), শালবাড়ী গ্রামের সুচিত্রা (২২), কেকে বাড়ী গ্রামের পুষ্পা রাণী (৫০), পামলি পাড়ার হরিকেশন বর্মন (৪৫), খরিজা গ্রামের নিখিল চন্দ্র বর্মন (৬০), তেলীপাড়া গ্রামের সুশিল চন্দ্র (৬৫), ছত্র শিকারপুকুর গ্রামের রুপালী রানী (৩৮), প্রতিমা রাণী (৩৯), শিকারপুর গ্রামের পরেশ চন্দ্র বর্মন (১৭)।

পঞ্চগড় সদর উপজেলার নিহতরা হলেন, হটিয়ার পাড়া গ্রামের জুথি রানী (১), আটোয়ারী উপজেলার ঝরনা রানী (৪৫), ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রামের দ্বিপশিখা রাণী (১০), মুন্সিরহাট গ্রামের ভুমিকা রায় পূজা (১৫)। বাকী ৮ জনের নাম ও ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত