Ajker Patrika

সৈয়দপুর চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্রি শাটল বাস সার্ভিস

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪০
সৈয়দপুর চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্রি শাটল বাস সার্ভিস

সৈয়দপুরে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীদের জন্য বিনা মূল্যে শাটল বাসসেবা চালু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা এয়ারলাইনসের সৈয়দপুর স্টেশন ইনচার্জ জাকির হোসেন বলেন, আকাশপথে চলাচলকারী এই উড়োজাহাজের বিভিন্ন এলাকার যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দরে আসা-যাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েন। ব্যক্তিগত গাড়ি না থাকলে ভাড়া গাড়ির সহায়তা নিতে হয়। এতে বাড়তি খরচ ও ফ্লাইটসূচি মেনে চলতে অসুবিধা হয়। এ কারণে যাত্রীদের জন্য বিনা মূল্যে আধুনিক ও সুপরিসর বাসসেবা চালু করা হচ্ছে।

ইউএস–বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ৩০ সেপ্টেম্বর সৈয়দপুর–চট্টগ্রামের মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপন করা হবে। আর অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে উড়োজাহাজ চলবে। এ দিনেই যাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করা হবে।

প্রসঙ্গত, ইউএস-বাংলা সৈয়দপুর-ঢাকা আকাশপথে প্রতিদিন সাতটি ফ্লাইট পরিচালনা করছে। উড়োজাহাজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর রুটে যাত্রীদের আনা-নেওয়া করতে এ পরিবহনসেবা চালু করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত