Ajker Patrika

কাউনিয়ায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২২, ১৪: ৪২
কাউনিয়ায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় রফিকুল নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সহকারী ও এক যাত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন প্রায় চার ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। আজ শুক্রবার সকালে উপজেলার বেইলি ব্রিজ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

রফিকুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোরদা ভূতছাড়া বেইলি ব্রিজ গ্রামের জয়নাল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে শহীদবাগ বেইলি ব্রিজ বাজার নামক স্থানে রংপুর মহাসড়কে কুড়িগ্রামগামী ফাহমিদা হক বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। পরে বাসটি একটি দোকানের ওপরে উঠে যায়। এতে অটোচালক, বাসের সহকারী ও এক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোচালক রফিকুল মারা যান। আহত অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে বাসের চাপায় স্থানীয় অটোচালক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শতশত বিক্ষুব্ধ লোক স্পিডব্রেকার ও সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে করে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্তাছের বিল্লাহ জানান, ঘটনার পর বাসচালক পালিয়ে যান। বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত