Ajker Patrika

লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৪

লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটে গ্রেপ্তার তিনজন—শরিফুল, মফিজুল ও রমজান আলী। ছবি: সংগৃহীত
লালমনিরহাটে গ্রেপ্তার তিনজন—শরিফুল, মফিজুল ও রমজান আলী। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার কাশীরাম গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে। অন্য তিনজন হলেন হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন ও গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান এবং আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অলিয়ার রহমান অলি।

পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও তাঁর ছেলে রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

অন্যদিকে হাতীবান্ধা থানার পুলিশ আলাদা অভিযানে উপজেলার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন ও গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানকে গ্রেপ্তার করে। আদিতমারী থানার পুলিশ অভিযান চালিয়ে অলিয়ার রহমান অলিকে গ্রেপ্তার করে। তবে তাঁদের গ্রেপ্তারের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত