Ajker Patrika

সৈয়দপুরে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচল ব্যাহত

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৪: ০৯
সৈয়দপুরে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচল ব্যাহত

নীলফামারীতে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে সূচি মেনে ওঠানামা করতে পারছে না ঢাকা-সৈয়দপুর রুটের উড়োজাহাজ। আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ বিমানসহ বেসরকারি কোম্পানির তিনটি উড়োজাহাজ অবতরণ করতে পারেনি। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কেন্দ্রের সূত্রমতে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় শনিবার সৈয়দপুর বিমানবন্দরে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনটি উড়োজাহাজ রানওয়েতে অবতরণ করতে পারেনি। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত কুয়াশার কারণে রানওয়েতে প্রয়োজনীয় দৃষ্টিসীমা ছিল না। এ সময় রানওয়েতে ৬০০ মিটার দৃষ্টিসীমা ছিল, যা উড়োজাহাজ অবতরণে যথেষ্ট নয়। তবে এখন কুয়াশা দ্রুত গতিতে কেটে যাচ্ছে, ফলে দুপুরের পরপরই উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত