Ajker Patrika

পথচারীর ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
পথচারীর ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ

দিনাজপুরে অটোরিকশার চালক ও পথচারীর মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে শহরের চুড়িপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মো. খালেকুল ইসলাম (৪০)। তিনি বিরল উপজেলার মোহনপুর এলাকার মৃত ছাবের হোসেনের ছেলে। তিনি গত এক যুগের অধিক সময় ধরে দিনাজপুর পৌরসভার মেদ্ধাপাড়া এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় অভিযুক্ত পথচারীর নাম সন্তোষ ডাল মিয়া (৬০)। তিনি শহরের মালদহপট্টি এলাকার মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী বলে জানা গেছে।

নিহতের বড় ভাই মিরাজুল ইসলাম ও স্থানীয়রা বলছে, প্রতি শুক্রবার ওই এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। সে কারণে চুরিপট্টি-চারু বাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনায় সময় চুড়িপট্টি মোড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে প্রতুত্তর করেন খালেকুল। এ সময় সন্তোষ কুমার রেগে গিয়ে তাঁর ঘাড়ে ঘুষি মারেন। ঘুষি খেয়ে খালেকুল পড়ে যায়। কান দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের শ্যালক ইসমাইল হোসেন বলেন, হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হাসপাতালে আসার আগে তাঁর মৃত্যু ঘটেছে।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘একজন ইজিবাইক চালকের মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত