দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে অটোরিকশার চালক ও পথচারীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে শহরের চুড়িপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো. খালেকুল ইসলাম (৪০)। তিনি বিরল উপজেলার মোহনপুর এলাকার মৃত ছাবের হোসেনের ছেলে। তিনি গত এক যুগের অধিক সময় ধরে দিনাজপুর পৌরসভার মেদ্ধাপাড়া এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় অভিযুক্ত পথচারীর নাম সন্তোষ ডাল মিয়া (৬০)। তিনি শহরের মালদহপট্টি এলাকার মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী বলে জানা গেছে।
নিহতের বড় ভাই মিরাজুল ইসলাম ও স্থানীয়রা বলছে, প্রতি শুক্রবার ওই এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। সে কারণে চুরিপট্টি-চারু বাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনায় সময় চুড়িপট্টি মোড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে প্রতুত্তর করেন খালেকুল। এ সময় সন্তোষ কুমার রেগে গিয়ে তাঁর ঘাড়ে ঘুষি মারেন। ঘুষি খেয়ে খালেকুল পড়ে যায়। কান দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের শ্যালক ইসমাইল হোসেন বলেন, হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হাসপাতালে আসার আগে তাঁর মৃত্যু ঘটেছে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘একজন ইজিবাইক চালকের মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দিনাজপুরে অটোরিকশার চালক ও পথচারীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে শহরের চুড়িপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো. খালেকুল ইসলাম (৪০)। তিনি বিরল উপজেলার মোহনপুর এলাকার মৃত ছাবের হোসেনের ছেলে। তিনি গত এক যুগের অধিক সময় ধরে দিনাজপুর পৌরসভার মেদ্ধাপাড়া এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় অভিযুক্ত পথচারীর নাম সন্তোষ ডাল মিয়া (৬০)। তিনি শহরের মালদহপট্টি এলাকার মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী বলে জানা গেছে।
নিহতের বড় ভাই মিরাজুল ইসলাম ও স্থানীয়রা বলছে, প্রতি শুক্রবার ওই এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। সে কারণে চুরিপট্টি-চারু বাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনায় সময় চুড়িপট্টি মোড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে প্রতুত্তর করেন খালেকুল। এ সময় সন্তোষ কুমার রেগে গিয়ে তাঁর ঘাড়ে ঘুষি মারেন। ঘুষি খেয়ে খালেকুল পড়ে যায়। কান দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের শ্যালক ইসমাইল হোসেন বলেন, হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হাসপাতালে আসার আগে তাঁর মৃত্যু ঘটেছে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘একজন ইজিবাইক চালকের মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বগুড়ার শিবগঞ্জে ধারের টাকা শোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। । গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগেচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের পত্রিকার ফটো জার্নালিস্ট মো. হেলাল সিকদারের বাবা মুফিজুল হক সিকদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৭ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সায় থাকা একজন নিহত এবং চার জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৮ আগষ্ট) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সাজাপুর ফটকি সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাতে উড়ালসেতুর নিচে ঘুমাতে গিয়ে বাগ্বিতণ্ডার জেরে এক যুবককে অপরজন ছুরিকাঘাতে হত্যা করেছেন।
১ ঘণ্টা আগে