Ajker Patrika

ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত যুবক, ছাড়াতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪৪
Thumbnail image

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুতায়িত স্বামীকে ছাড়াতে গিয়ে স্ত্রীরও মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—বিধান চন্দ্র (২৮) ও তাঁর স্ত্রী কমলি রানী (২৬)। তাঁরা খোলা মন্ডলের বাজার এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন বিধান। তাঁকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী কমলি। এ সময় স্বামীকে ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন স্বজনেরা। ততক্ষণে তাঁদের মৃত্যু হয়। 

সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার পরিদর্শকসহ (তদন্ত) একটি পুলিশের টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত