Ajker Patrika

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ 

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ব্রহ্মচারী নামক এলাকার কুইক চিকস মুরগি ফার্মের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বেলাল হোসেনের (৩৫) বাড়ি বগুড়া জেলার কাহালু থানার জোবার পাড়া গ্রামে। তবে তাঁর বাবার নাম পাওয়া যায়নি। 

আহতরা হলেন—বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পারভেজ আলীর ছেলে আব্দুর রশিদ (৩৫), একই জেলার শুকান গাড়ি এলাকার মোন্নাফ মণ্ডলের ছেলে (ট্রাকচালক) হাবিবুর রহমান (৩২), দুপচাঁচিয়া থানার বারমাইল বোলার পাড়া গ্রামের মৃত হায়দার মণ্ডলের ছেলে (ট্রাকচালক) ইরফান আলী (৪৫), পাবনা জেলার ঈশ্বরদী থানার আব্দুল গফুর খাঁর ছেলে হোসেন আলী (৪০)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ধানের তুষবোঝাই একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিরামপুর থেকে ছেড়ে আসা অপর একটি খালি ট্রাক ফুলবাড়ী আসার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে যায় এবং ধানের তুষবোঝাই ট্রাকের শ্রমিক বেলাল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই ট্রাকের ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: আজকের পত্রিকাফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আহতদের স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটো পুলিশি হেফাজতে রাখা হয়েছে। 

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত