ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ব্রহ্মচারী নামক এলাকার কুইক চিকস মুরগি ফার্মের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেনের (৩৫) বাড়ি বগুড়া জেলার কাহালু থানার জোবার পাড়া গ্রামে। তবে তাঁর বাবার নাম পাওয়া যায়নি।
আহতরা হলেন—বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পারভেজ আলীর ছেলে আব্দুর রশিদ (৩৫), একই জেলার শুকান গাড়ি এলাকার মোন্নাফ মণ্ডলের ছেলে (ট্রাকচালক) হাবিবুর রহমান (৩২), দুপচাঁচিয়া থানার বারমাইল বোলার পাড়া গ্রামের মৃত হায়দার মণ্ডলের ছেলে (ট্রাকচালক) ইরফান আলী (৪৫), পাবনা জেলার ঈশ্বরদী থানার আব্দুল গফুর খাঁর ছেলে হোসেন আলী (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ধানের তুষবোঝাই একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিরামপুর থেকে ছেড়ে আসা অপর একটি খালি ট্রাক ফুলবাড়ী আসার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে যায় এবং ধানের তুষবোঝাই ট্রাকের শ্রমিক বেলাল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই ট্রাকের ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আহতদের স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ব্রহ্মচারী নামক এলাকার কুইক চিকস মুরগি ফার্মের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেনের (৩৫) বাড়ি বগুড়া জেলার কাহালু থানার জোবার পাড়া গ্রামে। তবে তাঁর বাবার নাম পাওয়া যায়নি।
আহতরা হলেন—বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পারভেজ আলীর ছেলে আব্দুর রশিদ (৩৫), একই জেলার শুকান গাড়ি এলাকার মোন্নাফ মণ্ডলের ছেলে (ট্রাকচালক) হাবিবুর রহমান (৩২), দুপচাঁচিয়া থানার বারমাইল বোলার পাড়া গ্রামের মৃত হায়দার মণ্ডলের ছেলে (ট্রাকচালক) ইরফান আলী (৪৫), পাবনা জেলার ঈশ্বরদী থানার আব্দুল গফুর খাঁর ছেলে হোসেন আলী (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ধানের তুষবোঝাই একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিরামপুর থেকে ছেড়ে আসা অপর একটি খালি ট্রাক ফুলবাড়ী আসার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে যায় এবং ধানের তুষবোঝাই ট্রাকের শ্রমিক বেলাল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই ট্রাকের ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আহতদের স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
৪ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
১২ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
১৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
২০ মিনিট আগে