Ajker Patrika

সীমান্তের কাঁটাতার পেরিয়ে পঞ্চগড়ে ভারতীয় নীলগাই

পঞ্চগড় প্রতিনিধি 
আপডেট : ১১ মে ২০২৫, ২১: ০৯
পঞ্চগড়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় নীলগাই। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় নীলগাই। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের সরকারপাড়া এলাকায় ভারতীয় একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

নীলগাইটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে এসেছে। কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে প্রাণীটির মুখ, মাথা, পাসহ বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানা যায়, নীলগাইটি ভুট্টাখেতে ছোটাছুটি করছিল। পাশের একটি খেতে মরিচ তুলতে আসা নারীরা হরিণ ভেবে চিৎকার করে লোকজনকে ডাকতে শুরু করেন। তাঁদের ডাকে স্থানীয় লোকজন এসে পিছু নেন। এ সময় একটি ভুট্টাখেত থেকে আরেকটি ভুট্টাখেতে ছুটছিল নীলগাইটি।

পঞ্চগড়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় নীলগাই। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় নীলগাই। ছবি: আজকের পত্রিকা

ধীরে ধীরে উৎসুক লোকজন বাড়তে থাকলে শতাধিক মানুষ পেছনে ছুটতে থাকেন। পরে বেশ কিছুক্ষণ তাড়া করে নীলগাইটি ধরে ফেলেন তাঁরা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে একটি ভ্যানে করে পঞ্চগড় বন বিভাগের অফিসে নিয়ে আসেন।

এ বিষয়ে পঞ্চগড় এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘গ্রামবাসী একটি নীলগাই ধরেছে, এমন খবর পেয়ে আমরা সেটি উদ্ধার করে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি। আহত নীলগাইটিকে সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসা দেওয়া ও পর্যবেক্ষণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণীটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত