Ajker Patrika

হাতীবান্ধায় মায়েদের টাকা দিলো 'যত্ন'

প্রতিনিধি, হাতীবান্ধা, (লালমনিরহাট) 
হাতীবান্ধায় মায়েদের টাকা দিলো 'যত্ন'

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আইএস পিপি 'যত্ন' প্রকল্পের আওতায় উপকারভোগী মায়েদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় এক হাজার ১৪২ জন মা’কে ৮৭ লাখ ১২ হাজার ১০০ টাকা দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটিকা পাড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এই অর্থ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুল হাসানা সোহাগ ওই সব উপকারভোগী মায়েদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এই অর্থ বিতরণ অনুষ্ঠানে পাটিকা পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, পাটিকা পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানা ফেরদৌসি সীমা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত