ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ভাতার টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নিজেদের সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে হাতিয়ে নিয়েছে হাজারো সুবিধাভোগীর বিকাশ-নগদ অ্যাকাউন্টের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর।
এ বিষয়ে গত কয়েকদিন ধরে প্রতারণার শিকার সুবিধাভোগীরা জেলার রাণীশংকৈল থানায় অভিযোগ করেন। এরপরই অভিযানে নামে পুলিশ। অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত ১ জুন থেকে সরকার নতুন করে ৫ লাখ প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা-ভোগীদের বিকাশ-নগদের মাধ্যমে এক বছরের ভাতা ১০ হাজার ২০০ টাকা করে প্রদান করছে। অপরাধী চক্রটি কৌশলে এ তালিকা সংগ্রহ করে। এ জন্য অর্থের বিনিময়ে প্রতারকেরা প্রথমে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের তালিকা যে সকল সরকারি-বেসরকারি দপ্তরের সংরক্ষিত থাকে, সেসব প্রতিষ্ঠান থেকে তালিকাটি সংরক্ষণ করেন। এরপর প্রতারকরা নিজেদের সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা-ভোগীদের ফোন করে ভাতা পাঠানোর নামে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) জেনে নেয়। এভাবে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় অভিযোগ আসার পর তদন্তে নেমে এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার মো. আজল হক (৫৭), কামরুল ইসলাম ওরফে হিরু (২৫), ও মো. শাকিল (২৩)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়। আজ বিকেলে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ভাতার টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নিজেদের সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে হাতিয়ে নিয়েছে হাজারো সুবিধাভোগীর বিকাশ-নগদ অ্যাকাউন্টের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর।
এ বিষয়ে গত কয়েকদিন ধরে প্রতারণার শিকার সুবিধাভোগীরা জেলার রাণীশংকৈল থানায় অভিযোগ করেন। এরপরই অভিযানে নামে পুলিশ। অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত ১ জুন থেকে সরকার নতুন করে ৫ লাখ প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা-ভোগীদের বিকাশ-নগদের মাধ্যমে এক বছরের ভাতা ১০ হাজার ২০০ টাকা করে প্রদান করছে। অপরাধী চক্রটি কৌশলে এ তালিকা সংগ্রহ করে। এ জন্য অর্থের বিনিময়ে প্রতারকেরা প্রথমে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের তালিকা যে সকল সরকারি-বেসরকারি দপ্তরের সংরক্ষিত থাকে, সেসব প্রতিষ্ঠান থেকে তালিকাটি সংরক্ষণ করেন। এরপর প্রতারকরা নিজেদের সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা-ভোগীদের ফোন করে ভাতা পাঠানোর নামে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) জেনে নেয়। এভাবে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় অভিযোগ আসার পর তদন্তে নেমে এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার মো. আজল হক (৫৭), কামরুল ইসলাম ওরফে হিরু (২৫), ও মো. শাকিল (২৩)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়। আজ বিকেলে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
৭ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে