Ajker Patrika

কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মনোয়ার হোসেন মুন্না। ছবি: সংগৃহীত
মনোয়ার হোসেন মুন্না। ছবি: সংগৃহীত

রাজশাহীতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এক কলেজছাত্রীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মুন্নাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে। তাঁর বাড়ি ওই এলাকায়।

আজ বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ জানিয়েছে, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ই-মেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন। মুন্না বিভিন্ন নামে অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীকে সেই এডিট করা নগ্ন ছবি পাঠাতে থাকেন। এ ছাড়া নগ্ন ছবিটি ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রীর পরিচিত ব্যক্তিকে দেখিয়ে অপপ্রচার চালান। এ বিষয়ে কলেজছাত্রী নগরের বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত করছিল। অবশেষে মুন্নাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে বোয়ালিয়া থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত