Ajker Patrika

ফুলবাড়ীতে তাপমাত্রা ওঠানামা করলেও, কমেনি শীতের দাপট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮: ৫২
ফুলবাড়ীতে তাপমাত্রা ওঠানামা করলেও, কমেনি শীতের দাপট

টানা শীত ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের জীবন। তাপমাত্রা ওঠানামা করলেও কমেনি শীতের দাপট। কনকনে ঠান্ডার জবুথবু হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনের অধিকাংশ সময় থাকছে মেঘাচ্ছন্ন।

আজ বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র ঠান্ডায় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন শীত কাতর মানুষগুলো। ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে গৃহপালিত পশু-পাখিও। শীত ও কনকনে ঠান্ডায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত রোগ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ফুলবাড়ী হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১০২ রোগী। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০ শয্যার বিপরীতে ভর্তি আছে ২২ জন শিশু। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি হওয়ায় দিনভর ঠান্ডা অনুভূত হচ্ছে।

অপর দিকে এক সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় হলুদ ও সাদা বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। কৃষকেরা জানান, বোরো মৌসুম শুরু হলেও কনকনে ঠান্ডায় জমিতে রোপণ করতে পারছেন না ধানের চারা। অন্যদিকে হিমে নষ্ট হয়ে যাচ্ছে চারা বীজ। এ অবস্থা চলতে থাকলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাঁদের।

ফুলবাড়ী সদরের ইউনিয়নের কবির মামুদ গ্রামের কৃষক সাহের আলী বলেন, ‘সাত দিন ধরে সূর্যের দেখা নাই। ঠান্ডা দিন দিন বৃদ্ধি বাড়ছে। বোরো ধানের বীজতলার এখন পর্যন্ত কোনো সমস্যা না হলেও এ অবস্থা আরও দুই-তিন দিন চললে বীজতলার ক্ষতি হতে পারে।’

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, চলতি রবি মৌসুমে উপজেলায় ৮২৫ হেক্টর আমনের বীজতলা, ২ হাজার ৭৬০ হেক্টর সরিষা, ৯০০ হেক্টর আলু, ১ হাজার ৯৯৫ হেক্টর ভুট্টা এবং ১ হাজার ১৫ হেক্টর বিভিন্ন শাক-সবজির চাষ করা হয়েছে। এর মধ্যে চার হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে।

এই কৃষি কর্মকর্তা জানান, শীতের তীব্রতা থেকে ফসল রক্ষার জন্য কৃষকদের ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শসহ বাড়তি পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এমন থাকার আশঙ্কা রয়েছে। তবে তিন-চার দিন পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত