Ajker Patrika

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আনজুমান আরা (৬০) উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী। আনজুমানের জামাতা নুরুজ্জামান জানান, তিনি মানসিক রোগী ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মেয়ের জামাতার বাসায় আসার পথে রেললাইন পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ঘটনাস্থলে আছে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত