লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী পথে করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকে অবরোধ করেন তাঁরা। এতে রেলপথটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়ত করছে। পরবর্তী সময়ে জেলাবাসীর আন্দোলনের ফলে এ ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করার ঘোষণা দিলেও তা পরবর্তী সময়ে স্থগিত করা হয়। ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।
বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রাবিরতি বন্ধ ঘোষণা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) অবরোধ চলছিল।
অবরোধকারীদের মধ্যে সুজন, সাজুসহ স্থানীয়রা বলেন, ‘বহু প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি আমরা। তারা টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রাবিরতি বাতিলের চিঠি পাঠায় রেলভবন, যা তাদের হটকারী এক সিদ্ধান্ত। গত সপ্তাহে আমাদের আশা দিয়েছিলেন। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আবার আমরা অবরোধ করেছি। আশানুরূপ ফলাফল না পেলে আমাদের অবরোধ চলবে।’
তুষভান্ডার রেলস্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, ‘১২ ফেব্রুয়ারি একই কারণে স্থানীয়রা অবরোধ করেছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন। ওই ঘটনার আগে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে। আশ্বাসের কোনো রকম পদক্ষেপ না পাওয়ায় স্থানীয়রা আবার রেললাইনে বসে অবরোধ করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। তাঁরাই সিদ্ধান্ত নেবেন, এখানে স্টপেজ দেওয়া সম্ভব কি না।’
লালমনিরহাটের কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী পথে করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকে অবরোধ করেন তাঁরা। এতে রেলপথটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়ত করছে। পরবর্তী সময়ে জেলাবাসীর আন্দোলনের ফলে এ ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করার ঘোষণা দিলেও তা পরবর্তী সময়ে স্থগিত করা হয়। ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।
বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রাবিরতি বন্ধ ঘোষণা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) অবরোধ চলছিল।
অবরোধকারীদের মধ্যে সুজন, সাজুসহ স্থানীয়রা বলেন, ‘বহু প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি আমরা। তারা টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রাবিরতি বাতিলের চিঠি পাঠায় রেলভবন, যা তাদের হটকারী এক সিদ্ধান্ত। গত সপ্তাহে আমাদের আশা দিয়েছিলেন। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আবার আমরা অবরোধ করেছি। আশানুরূপ ফলাফল না পেলে আমাদের অবরোধ চলবে।’
তুষভান্ডার রেলস্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, ‘১২ ফেব্রুয়ারি একই কারণে স্থানীয়রা অবরোধ করেছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন। ওই ঘটনার আগে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে। আশ্বাসের কোনো রকম পদক্ষেপ না পাওয়ায় স্থানীয়রা আবার রেললাইনে বসে অবরোধ করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। তাঁরাই সিদ্ধান্ত নেবেন, এখানে স্টপেজ দেওয়া সম্ভব কি না।’
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
১৯ মিনিট আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
২০ মিনিট আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
১ ঘণ্টা আগে