Ajker Patrika

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বিরতির দাবিতে রেলপথ অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি 
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ১৩
তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আজ ট্রেন আটকে অবরোধ করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আজ ট্রেন আটকে অবরোধ করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী পথে করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকে অবরোধ করেন তাঁরা। এতে রেলপথটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  

স্থানীয়রা জানান, আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়ত করছে। পরবর্তী সময়ে জেলাবাসীর আন্দোলনের ফলে এ ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করার ঘোষণা দিলেও তা পরবর্তী সময়ে স্থগিত করা হয়। ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।  

বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রাবিরতি বন্ধ ঘোষণা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) অবরোধ চলছিল।

তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আজ ট্রেন আটকে অবরোধ করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আজ ট্রেন আটকে অবরোধ করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

অবরোধকারীদের মধ্যে সুজন, সাজুসহ স্থানীয়রা বলেন, ‘বহু প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি আমরা। তারা টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রাবিরতি বাতিলের চিঠি পাঠায় রেলভবন, যা তাদের হটকারী এক সিদ্ধান্ত। গত সপ্তাহে আমাদের আশা দিয়েছিলেন। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আবার আমরা অবরোধ করেছি। আশানুরূপ ফলাফল না পেলে আমাদের অবরোধ চলবে।’  

তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আজ ট্রেন আটকে অবরোধ করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আজ ট্রেন আটকে অবরোধ করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

তুষভান্ডার রেলস্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, ‘১২ ফেব্রুয়ারি একই কারণে স্থানীয়রা অবরোধ করেছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন। ওই ঘটনার আগে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে। আশ্বাসের কোনো রকম পদক্ষেপ না পাওয়ায় স্থানীয়রা আবার রেললাইনে বসে অবরোধ করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। তাঁরাই সিদ্ধান্ত নেবেন, এখানে স্টপেজ দেওয়া সম্ভব কি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত