Ajker Patrika

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি দেন তারা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতীবান্ধা উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় কয়েক শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের ওপর হামলা ও নির্যাতন মেনে যায় না। এরপর যদি কেউ কখনো বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক রোকনুজ্জামান সোহেল, বীর মুক্তিযোদ্ধার সন্তান মনিরুল ইসলাম পল্লব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যসচিব আবুল কালাম, হাতীবান্ধা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান রনিউল ইসলাম রিপন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত