বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় সয়াবিন তেলের সংকট শুরু হয়েছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বোদা উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন চিত্রের দেখা মিলে। বোদা বাজারের দু-একটি দোকানে সামান্য তেল মিললেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনতে হচ্ছে ক্রেতাদের।
এ বিষয়ে দোকানদারেরা জানান, ডিলারদের থেকে আমাদের বাড়তি দামে তেল কিনতে হচ্ছে। তেল নিতে গেলে শুধু তেল বিক্রি করছেন না ডিলাররা। এর সঙ্গে অপ্রয়োজনীয় মালামাল কিনতে বাধ্য করছেন। সেই সব পণ্য না কিনলে তেল সরবরাহ করছেন না। খোলা তেলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। বোতলজাত তেল প্রতি লিটার ১৭০-১৭৫ টাকায় বিক্রি হলেও খোলা তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে তেলের সংকটে বিত্তবানরা তেল কিনতে পারলেও গরিব ও মধ্যবিত্তদের তা নাগালের বাইরে চলে গেছে। আসন্ন ঈদে রান্নার জন্য তেলের প্রয়োজন কমবেশি সব পরিবারের। অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবে সরকার টিসিবি বা ফ্যামিলি কার্ডের মাধ্যমে তেলসহ বিভিন্ন পণ্য সরবরাহ করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। রমজানের শুরুতে দুই দফা বিতরণ করলেও ঈদের আগে সেটি না থাকায় অনেকে হতাশ হয়েছেন।
নিম্ন আয়ের মানুষেরা জানান, টিসিবির মালামাল প্রদান করা হলে তেলের বাজার এমন হতো না।
রাজমিস্ত্রির কাজ করেন আসমা বেগম। তিনি নগরকুমারী হাটে এসেছেন ঈদের বাজার করতে। আসমা বেগম বলেন, ‘অন্যান্য দিনে কী খাই সেটা বড় কথা না। কিন্তু ঈদ বলে তো কিছু একটা আছে। কষ্টের মধ্যে হলেও সেদিন ভালো খাওয়ার চেষ্টা করেন ধনী-গরিব সবাই। মাংসের বাজারের সঙ্গে এবার বেড়েছে তেলের দাম। আমরা গরিবরা কী করে বাছিমো।’
চন্দনবাড়ী ইউনিয়ন থেকে আব্দুস সামাদ স্ত্রীসহ এসেছেন ঈদের বাজার করতে। আব্দুস সামাদ জানান, সরকারের লোকজন এই কারসাজির সঙ্গে জড়িত। যে কারণে তেলের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বোদা বাজারের গালামাল ব্যবসায়ী হিরণ, জাফর, রাব্বী ও ফুয়াদ বলেন, ‘আমরা ডিলারদের কাছে অসহায়। তাঁরা যেভাবে তেল দিচ্ছেন, আমরাও সেভাবে ক্রেতাদের হয় দাম বেশি, নয়তো তেলের সঙ্গে অন্যান্য মালামাল কিনতে বলছি। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে আমাদের ঝগড়াবিবাদ হচ্ছে। ১ লাখ টাকার তেল চাইলে ২০ হাজার টাকার তেল দিচ্ছেন ডিলারেরা। আবার অতিরিক্ত দামে বিক্রি করলে ভ্রাম্যমাণে জরিমানা করা হচ্ছে। আমাদের দুই দিক থেকে অসুবিধা। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের কাঁচামালের দাম বাড়ানো হয়েছে। সে কারণে তেলের দাম বেড়েছে।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানান, বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। বাজারে তেলের সংকট হচ্ছে। দোকানদারেরা দামের কারণে তেল দোকানে তুলছেন না। সে কারণে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। তবে সরকারের নির্ধারিত দামের বেশি কেউ তেল বিক্রি করতে পারবে না।
পঞ্চগড়ের বোদায় সয়াবিন তেলের সংকট শুরু হয়েছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বোদা উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন চিত্রের দেখা মিলে। বোদা বাজারের দু-একটি দোকানে সামান্য তেল মিললেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনতে হচ্ছে ক্রেতাদের।
এ বিষয়ে দোকানদারেরা জানান, ডিলারদের থেকে আমাদের বাড়তি দামে তেল কিনতে হচ্ছে। তেল নিতে গেলে শুধু তেল বিক্রি করছেন না ডিলাররা। এর সঙ্গে অপ্রয়োজনীয় মালামাল কিনতে বাধ্য করছেন। সেই সব পণ্য না কিনলে তেল সরবরাহ করছেন না। খোলা তেলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। বোতলজাত তেল প্রতি লিটার ১৭০-১৭৫ টাকায় বিক্রি হলেও খোলা তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে তেলের সংকটে বিত্তবানরা তেল কিনতে পারলেও গরিব ও মধ্যবিত্তদের তা নাগালের বাইরে চলে গেছে। আসন্ন ঈদে রান্নার জন্য তেলের প্রয়োজন কমবেশি সব পরিবারের। অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবে সরকার টিসিবি বা ফ্যামিলি কার্ডের মাধ্যমে তেলসহ বিভিন্ন পণ্য সরবরাহ করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। রমজানের শুরুতে দুই দফা বিতরণ করলেও ঈদের আগে সেটি না থাকায় অনেকে হতাশ হয়েছেন।
নিম্ন আয়ের মানুষেরা জানান, টিসিবির মালামাল প্রদান করা হলে তেলের বাজার এমন হতো না।
রাজমিস্ত্রির কাজ করেন আসমা বেগম। তিনি নগরকুমারী হাটে এসেছেন ঈদের বাজার করতে। আসমা বেগম বলেন, ‘অন্যান্য দিনে কী খাই সেটা বড় কথা না। কিন্তু ঈদ বলে তো কিছু একটা আছে। কষ্টের মধ্যে হলেও সেদিন ভালো খাওয়ার চেষ্টা করেন ধনী-গরিব সবাই। মাংসের বাজারের সঙ্গে এবার বেড়েছে তেলের দাম। আমরা গরিবরা কী করে বাছিমো।’
চন্দনবাড়ী ইউনিয়ন থেকে আব্দুস সামাদ স্ত্রীসহ এসেছেন ঈদের বাজার করতে। আব্দুস সামাদ জানান, সরকারের লোকজন এই কারসাজির সঙ্গে জড়িত। যে কারণে তেলের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বোদা বাজারের গালামাল ব্যবসায়ী হিরণ, জাফর, রাব্বী ও ফুয়াদ বলেন, ‘আমরা ডিলারদের কাছে অসহায়। তাঁরা যেভাবে তেল দিচ্ছেন, আমরাও সেভাবে ক্রেতাদের হয় দাম বেশি, নয়তো তেলের সঙ্গে অন্যান্য মালামাল কিনতে বলছি। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে আমাদের ঝগড়াবিবাদ হচ্ছে। ১ লাখ টাকার তেল চাইলে ২০ হাজার টাকার তেল দিচ্ছেন ডিলারেরা। আবার অতিরিক্ত দামে বিক্রি করলে ভ্রাম্যমাণে জরিমানা করা হচ্ছে। আমাদের দুই দিক থেকে অসুবিধা। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের কাঁচামালের দাম বাড়ানো হয়েছে। সে কারণে তেলের দাম বেড়েছে।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানান, বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। বাজারে তেলের সংকট হচ্ছে। দোকানদারেরা দামের কারণে তেল দোকানে তুলছেন না। সে কারণে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। তবে সরকারের নির্ধারিত দামের বেশি কেউ তেল বিক্রি করতে পারবে না।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে