Ajker Patrika

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই দেবে গেল সেতুর পিলার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই দেবে গেল সেতুর পিলার

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার শাখা নদীর ওপর নির্মাণাধীন এক সেতুর পিলার দেবে গেছে। ২০০ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। এরই মধ্যে সেতুর মাঝখানের ৪টি সিসি পিলার দেবে গেছে। উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা খেয়াঘাটে সেতুটির অবস্থান। তবে এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার ও সেতু নির্মাণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতির কারণেই সেতুর এ অবস্থা। 

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, কাজটা ছিল ২০২২-২৩ অর্থ বছরের। ২০০ মিটার দৈর্ঘ্য আর প্রস্থে ছিল ৬ মিটার। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দে ব্যয় ধরা আছে ৩০ লাখ টাকা। এ কাজের দায়িত্ব পায় জেলার সাঘাটা উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান ছানা এন্টারপ্রাইজ। ২০২২ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। 

ওই ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের মৃত আবদুল খালেক সরকারের ছেলে মো. আবদুর রাজ্জাক মিয়া বলেন, ‘এ পথ দিয়েই যাতায়াত আমার। সে কারণে কাজটা কী ধরনের হয়েছে বিষয়গুলো আমার জানা আছে। ঠিকাদার ও তাঁর লোকজন পিলারের গোড়া মাটির খুব একটা গভীরে দেয়নি। সে কারণে পিলার দেবে গেছে।’ 

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল মান্নান মিয়া বলেন, ‘পিলারের গোড়া বেশি গভীরে দেয়নি। এ বিষয়ে বারবার তাঁদের বলাও হয়েছে। কিন্তু তাঁরা কাজ করেছেন মনগড়া। এ কারণে আজ এ অবস্থা। দুর্ভোগ আমাদের থেকেই গেল!’ 

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, ‘এখানে সেতু নির্মাণের দাবিটা ছিল দীর্ঘদিনের। নির্মাণকাজ দেখে খুশিও হয়েছিল নদীর দুপাশে লোকজন। কিন্তু হঠাৎ সেতুটি পিলার দেবে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে গেল।’ 

 ‘গত কয়েক দিন থেকে নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে। সে কারণে খুঁটির নিচ থেকে বালু সরে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে খুঁটির গভীরতা বেশি দিলে হয়তো আজ এ অবস্থা হতো না।’ যুক্ত করেন চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ। 

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান ছানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ছানা মিয়ার মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। 

উপজেলা প্রকৌশলী আবদুল মান্নাফ বলেন, ‘সিসি পিলার দেবে যাওয়ার বিষয়টি শুনেছি। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। খোঁজ নিয়ে দেখছি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত